বিনোদন

জানেন কি কারা বেশি একা থাকতে পছন্দ করেন? জেনেনিন বিস্তারিত

বেশিরভাগ মানুষকেই যদি প্রশ্ন করা হয়, ‘বন্ধু বান্ধব ছাড়া কি জীবন কাটানো সম্ভব?’ তারা সেই প্রশ্নের উত্তরে বলবেন, না সম্ভব না। কিন্তু আবার অনেকে বলবেন, হ্যাঁ সম্ভব। যারা সবসময় একা থাকে, কখনোই কোনো বন্ধু-বান্ধবের সঙ্গে সময় কাটান না বা হৈহুল্লুড় করেন না, তাদের নিয়ে কিন্তু বাবা-মায়ের অনেক চিন্তা থাকে। তাই বলছি এই ধরনের স্বভাব যাদের আছে তাদের নিয়ে চিন্তা না করে বরং খুশি হন। কারণ তাদের রয়েছে দারুণ একটি দিক।

সম্প্রতি ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের পক্ষ থেকে গবেষণা করে জানা গিয়েছে, যারা বেশি বুদ্ধিমান তারা একা থাকতে পছন্দ করেন। আর তাতেই তারা বেশি খুশি থাকেন । সেজন্য তারা কোনো বন্ধুর সঙ্গে মেলামেশা করেন না।

ওই গবেষণায়, ১৮-২৮বছর বয়স পর্যন্ত ছেলে-মেয়েদের নিয়ে একটি গবেষণা চালানো হয় । এমনকি তাদের সেখানে প্রশ্ন করা হয়, তারা কেমন করে জীবন কাটাতে চান? কতজনের সঙ্গে মেলামেশা করেন? কিভাবে জীবনে খুশি থাকেন? সেখানকার সামাজিক জীবন কি ধরণের?

এসব প্রশ্নের উত্তরগুলো পর্যালোচনার পরে সমীক্ষায় একটা জিনিস উঠে আসে, তাহলো যারা বহু মানুষের সঙ্গ পছন্দ করেন না, তারা অন্যদের চেয়ে খানিকটা হলেও বেশি বুদ্ধিমান। তারা দলে থাকলে সেখান থেকে নেতিবাচক দিকগুলোকে গুরুত্ব দেন। এরা আবার একা থাকার মধ্যেই সবচেয়ে বেশি আনন্দ খুঁজে পান।

Back to top button