৩০ কোটি দিয়ে ‘মান্নাত’ কিনেছিলেন শাহরুখ খান, বর্তমান এর দাম কত? দেখেনিন একঝলকে
বলিউড বাদশাহ শাহরুখ খান। ক্যারিয়ারের শুরুর দিকে খুব ভালোবেসে নিজের জন্য কিনেছিলেন রাজপ্রাসাদের মতো এক বাড়ি। যার নাম ‘মান্নাত।’ বর্তমানে ভারতের মুম্বাইয়ের দর্শনীয় স্থানগুলোর মধ্যে শাহরুখের সেই ‘মান্নাত’ অন্যতম।
কিন্তু শাহরুখ যখন বাড়ি কিনেছিলেন তখন সেটির দাম কত ছিল আর বর্তমান দাম কত জানেন? ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটটিনের দাবি, শাহরুখের বর্তমান বাড়ি ‘মান্নাত’-এর মূল্য প্রায় ২০০ কোটি টাকা।
‘দ্যা এসআরকে স্টোরি’-তে জানা গেছে, প্রথমদিকে শাহরুখ ও গৌরী আজিজ মির্জার বাড়ির একটি ঘরে থাকতেন। পরে মাউন্ট ম্যারিতে একটি ঘর ভাড়া নেন তারা। সে সময় বাড়ির যাবতীয় কাজ গৌরীই করতেন।
শাহরুখ জানান, তিনি যখন বাড়িটি কিনতে যান তখন মান্নাতের দাম ছিল ৩০ কোটি। আর সে সময়ে শাহরুখের সেভিংস ছিল মাত্র ২ কোটি। তবুও পিছু হাটেননি। ঋণ নিয়েই নিজের স্বপ্নের ‘মান্নাত’ কিনে ফেলেন তিনি।
শাহরুখ বলেন, ‘আমরা প্রথম দিকে বুঝতে পারিনি যে মুম্বাইয়ের অ্যাপার্টমেন্টগুলোর দাম এত বেশি। আমরা আগে তাজের পাশে একটি বাড়িতে থাকতাম৷ সেটি আসলে আমার ডিরেক্টরের বাড়ি ছিল৷ তিনি বলেছিলেন, যতদিন সিনেমা চলবে, ততদিন থাকতে পারবে এখানে। এরপর যখনই একটু টাকা জমিয়েছি, মনে হয়েছে একটা বাড়ি কিনে ফেলি।’
শাহরুখ আরো যোগ করেন, ‘এই বাড়িটা আমাদের সাধ্যের বাইরেই ছিল বলা যায়৷ তার চেয়েও বড় কথা, বাড়িটার অনেকখানি ভাঙা ছিল৷ সেইসব সারিয়ে তুলতেও অনেক খরচ হয়ে যায়। ফলে সাজিয়ে তোলার মত আর সামর্থ্য আমাদের ছিল না’
তবে একটা সময় নিজের স্ত্রীকে বাড়িটি সাজিয়ে তোলার দায়িত্ব দেন বলিউড বাদশাহ। স্ত্রী গৌরীকে বলেন, ‘তুমিই বাড়িটি সাজিয়ে তুলো।’ মান্নাতের সেজে ওঠার পালা শুরু হল তখন থেকেই৷ টাকা জমিয়ে ছোট ছোট জিনিস কিনে স্বামী-স্ত্রী মিলে সাজিয়ে তোলেন নিজেদের স্বপ্নের মতো করে।
একের পর এক সিনেমার সাফল্য, পর পর হিট ছবি – ফলে শাহরুখ চার বছরেই বাড়ির লোন পরিশোধ করে ফেলেন। সেইদিনের ৩০ কোটির মান্নাতের আজকের মূল্য প্রায় ২০০ কোটি।