বিনোদন

১৯ বছর ধরে কোয়েল মল্লিক কেন গোপন রেখেছেন নিজের নাম? জেনেনিন অভিনেত্রীর আসল নাম

টলিউডের জনপ্রিয় অভিনেতা রঞ্জিত মল্লিকের একমাত্র কন্যা কোয়েল মল্লিক। অভিনেতা রঞ্জিত মল্লিকের মতোই যেন কোয়েল ও হয়ে উঠেছেন একজন নামি অভিনেত্রী । যদিও বাবা রঞ্জিত মল্লিক শুরুর দিকে চাননি তার মেয়ে অভিনয় জগতে পা রাখুক। টলিউডের সফল এবং অন্যতম প্রথম সারির নায়িকা তিনি।

অভিনয়ের দক্ষতা দিয়েই নিজের জায়গা গুছিয়ে নিয়েছেন কোয়েল। ১৯ বছর আগে জিৎ-এর বিপরীতে ‘নাটের গুরু’ ছবি দিয়ে টলিউডে পথ চলা শুরু করেন কোয়েল।একাধিক সিনেমায় অভিনয় করে প্রশংসা লাভ করেছেন অভিনেত্রী। দেব, যিশু সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, সোহম চক্রবর্তীদের বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছেন কোয়েল মল্লিক কে।

জানা যায়, ছেলেবেলায় পড়াশোনা মডার্ন হাইস্কুল ফর গার্লস থেকে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক কোয়েল। কিন্তু জানেন কি এর মাঝেই একটি বিষয় গত ১৯ বছর ধরে গোপন রেখেছেন কোয়েল ও তার বাবা রঞ্জিত মল্লিক। জানা গিয়েছে, অভিনেত্রীর আরও একটি নাম রয়েছে, সেটি হলো রুক্মিণী মল্লিক।

২০১৩ সালে প্রযোজক নিসপাল সিং রানের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন টলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী । যদিও জীবনের কোনও কথাই গোপন রাখেননি নায়িকা। তবে কোয়েল নাম যারা তাকে চেনেন আসলে তার আসল নাম রুক্মিণী মল্লিক।

Back to top button