হৃদরোগের ঝুঁকি থেকে বাঁচতে চান? বিয়ে করুন তারাতারি, মিলবে উপকার

অনেকে এমন আছেন যারা বিয়ে করতে ভয় পান। বিয়ে মানে আবার নতুন একটা সম্পর্ক নতুন ঝামেলা,ঝগড়াঝাঁটি অশান্তি। আপনি যদি এসব ভেবে বিয়ে না করে থাকার সিদ্ধান্ত নিয়ে থাকেন তবে আপনি ভুল করছেন। সাম্প্রতিক এক গবেষণায় এমনই এক ফলাফল উঠে এসেছে যাতে মানুষের বিয়ে করাটা জরুরী। মানুষের হৃত্পিণ্ডের সুস্থতার জন্য বিয়ে খুবই ভালো একটি বিষয়।
গবেষণাটি চলেছে দীর্ঘ ১৩ বছর ধরে। বিয়ে হৃদরোগের ঝুঁকি কমানোর পাশাপাশি উচ্চ রক্তচাপ ও ডায়বেটিসের ঝুঁকি কমায়।
বিজ্ঞানীরা প্রায় পাঁচ লক্ষ ব্রিটিশ প্রাপ্তবয়স্ক মানুষের ওপর গবেষণা চালিয়ে দেখেছেন যে- রক্তে উচ্চ কোলেস্টেরল থাকার পরেও বিবাহিত মানুষেরা অবিবাহিতদের তুলনায় ১৬ শতাংশ বেশি বেঁচে থাকেন। এমনকি উচ্চ রক্তচাপ এবং ডায়বেটিসে ভোগা বিবাহিত রোগীরাও অবিবাহিতদের চেয়ে বেশি সময় বাঁচেন বলে দেখতে পেয়েছেন বিজ্ঞানীরা।
যাদের উপর এ গবেষণা চালানো হয়েছে, তাঁদের সকলেরই উচ্চ রক্তচাপ, কোলেস্টরেল কিংবা ডায়াবেটিস রয়েছে। বিজ্ঞানীদের বিশ্বাস, প্রেমময় একজন জীবনসঙ্গী স্বামী বা স্ত্রীকে সুস্থ ও স্বাস্থ্যবান থাকতে উত্সাহ জোগান। আপাতত এ বিষয়ে কোনও প্রমাণ নেই বিজ্ঞানীদের হাতে। তবে ডিভোর্সড, বিধবা ও বিপত্নীকদের ক্ষেত্রে কী হয়, সেটা এই গবেষণায় দেখানো হয়নি। তাই আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তবে এখুনি পছন্দসই সঙ্গী বা সঙ্গিনী খুঁজে বিয়ে করে ফেলুন।