বিনোদন

হাতি হত্যাকাণ্ডে বলিউডের তারকাদের ক্ষোভ প্রকাশ

সম্প্রতি কেরোলের মনোপপুরুমে একটি হাতি বাজি-সমেত একটি আনারস খাওয়ায় মৃত্যু ঘটে। ওই হাতিটি ছিল গর্ভবতী। গর্ভবতী ওই হাতির বাজিভর্তি আনারস খাওয়ায় মৃত্যুর প্রতিবাদ জানাচ্ছেন অনেকেই। এমনকি মানবিকতা সম্পূর্ণ মানুষেরা কিছুতেই এই গর্ভবতী হাতিটির মৃত্যু মেনে নিতে পারছেন না। জানা যায় ওই গর্ভবতী ক্ষুধার্ত হাতি গ্রামে এসেছিলো খাবারের খোঁজে। গ্রামের কিছু মানুষ বাজি ভরা একটি আনারস পুকুরপাড়ে রেখে দেয় হাতিটি পরে সেটা খেলে তার মুখের ভেতরে বাজিটি ফেটে যায় ও যন্ত্রনা সহ্য না করতে পেরে এবং তার পেটে থাকা বাচ্চাটির কথা ভেবে হাতিটি সেই পুকুরের জলে নেমে পরে। আর সেখানেই তার মৃত্যু ঘটে।

এই গোটা ঘটনার ছবি ও ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় ও ঘন্টা দুয়েকের মধ্যেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি।এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বলিউডের তারকারাও। অভিনেতা বরুন ধাওয়ান সেই পোস্টে লেখেন, ‘আমরা চারদিকে কত শয়তান লক দেখতে পাই।যারা মানুষের তো ক্ষতি করেই সেই সঙ্গে পশুদেরও। ১৮-২০ মাস পরেই ওই হাতিটির সন্তান জন্ম হট কিন্তু তারা সেটা হতে দিলো না।’ রণদীপ হুদা বলেন, ‘একজন গর্ভবতী হাতিকে মেরে ফেলা উচিত হয়নি। যারা এই কাজ করেছে তাদের শাস্তি হওয়া দরকার।’

এমনকি অন্যদিকে অনুষ্কা শর্মা বলেন, ‘এইজন্যই পশুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে কঠিন আইন হওয়া উচিত।’ শ্রদ্ধা কাপুরও বলেন,’কিভাবে হতে পারে এই ঘটনা? যারা এই কাজ করেছে তাদের হৃদয় বলে কি কিছু নেই? আমার তো মন ভেঙে গিয়েছে। এমনকি যারা এই কাজ করেছে তাদের শাস্তি চাই।’ আলিয়া ভাট বলেন, ‘এটা মজার জিনিস নাকি? আমার তো হৃদয় ভেঙে গিয়েছে ।’

Back to top button