বিনোদন

সেলফির পোজ দিতেই ভক্তের পায়ের কাছে গিয়ে পড়লেন উরফি, মুহূর্তেই ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়

ভক্তের আবদার মেটাতে গিয়ে বিপত্তির মুখে পড়েছেন উরফি জাভেদ। যে উরফিকে নিয়ে এত হইচই সোশ্যাল মিডিয়ায় সেই উরফিই ভক্তের পায়ের তলায় লুটিয়ে পড়েছেন! হ্যাঁ, ঠিক এমনই কাণ্ড ঘটল উরফির সঙ্গে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে, উরফির সঙ্গে সেলফি তুলতে ইচ্ছে প্রকাশ করেন কয়েকজন যুবক। সেলফির জন্য রেডি হতেই ক্যামেরার সামনে আসতে যান উরফি। তখনই হঠাৎ হোঁচট খেয়ে ভক্তের পায়ের সামনে পড়ে যান উরফি! সঙ্গে সঙ্গেই হইচই পড়ে যায়।

তবে জানা গেছে, এই ঘটনায় খুব একটা আঘাত পাননি উরফি। নিজেই মাটি থেকে উঠে দাঁড়ান ও জোরে হাসতে শুরু করেন।

কয়েকদিন আগেই উরফির আরেকটি ভিডিও আপলোড হয়েছিল। যেখানে দেখা গিয়েছিল উরফির জামার সামনে থেকে ঝুলে রয়েছে একহাত লম্বা কালো ঘন চুল! এ কেমন পোশাক? উরফি অবশ্য এরকম নতুন নতুন ফ্যাশনের ব্যাপারে একেবারেই টিপস দিতে চান না। উরফির কথায়, তিনি একাই একশো। কেউ তাঁকে নকল করুক, তা উরফির মোটেই পছন্দ নয়।

২০১৬ সালে ‘বড়ে ভাইয়া কি দুলহনিয়া’ ধারাবাহিকে অবনীর ভূমিকায় অভিনয় করে গ্ল্যামার জগতে নিজের সফর শুরু করেন উরফি। তারপর হিন্দি টেলিভিশনের একাধিক সিরিয়াল ও ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। ‘বিগ বস OTT’ শোয়ের প্রতিযোগী ছিলেন তিনি। তবে সেসব এখন অতীত। এখন উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে এসে আলোচনায় থাকতে ভালোবাসেন উরফি।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

Back to top button