সুস্থ হয়েই রাস্তায় বর্ণবাদবিরোধী আন্দোলনে নামলেন বলিউডের এই অভিনেত্রী

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নার্গিস ফাখরির গত দুমাস মোটেও সহজ ছিলোনা। মার্কিন মুলুকে শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন নার্গিস । এমনকি অনেকে ভেবেই বসেছিলেন যে, মাত্র ৪০ বছরেই বুঝি বলিউডকে বিদায় বলার সময় চলে এসেছে নার্গিস ফাখরির । তবে বর্তমানে বেশ সুস্থ হয়ে উঠেছেন তিনি । এই গুরুতর অবস্থা থেকে সুস্থ হয়ে উঠেই যেন রাস্তায় বর্ণবাদবিরোধী আন্দোলনে যোগ দিয়েছেন তিনি।
নিজের অসুস্থতা নিয়ে নার্গিস এক সাক্ষাৎকারে বলেন, ‘হ্যাঁ, আপনারা যা ভাবছেন সেটা সত্যি। সত্যি আমি মারাত্মক অসুস্থ ছিলাম। তবে এখন ভালো হয়ে গিয়েছে। আর মাই এটাও বলতে চাই যে আমি আমার অসুস্থতা নিয়ে এই গণমাধ্যমে কিছু বলতে চাই না।শুধু এতটুকুই বলবো আমি আগের থেকে বেশ সুস্থই আছি।’
তিনি আরো বলেন যে, ‘স্বাস্থ্যই যে সকল সুখের মূল, এ কথার মর্মার্থ হাড়ে হাড়ে টের পেয়েছি। এখানে বর্ণবাদবিরোধী আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। আমি এই মুহূর্তে এই আন্দোলনের সমর্থনে রাস্তায়। তাই আমি এই মুহূর্তে আর কিছু বলতে পারছি না।’