সুশান্তের বাগানবাড়িতে যেতেন শ্রদ্ধা কাপুর! বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের পাবনার বাগানবাড়িতে মাঝে মধ্যেই চলতো পার্টি। ওই পার্টিতে নাকি সুশান্ত মাদকেরও আয়োজন করতেন। যেখানে বলিউড ইন্ডাস্ট্রির অনেক বড় বড় তারকাকে দেখা গিয়েছে।সেই সঙ্গে দেখা গিয়েছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে। শ্রদ্ধা কাপুর নাকি মাঝে মাঝেই সুশান্তের বাগানবাড়িতে যেতেন। সম্প্রতি এমনই এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এলো।
ঝিল পেরিয়ে শ্রদ্ধা ওই বাগানবাড়িতে পৌঁছে দেওয়ার জন্য নাকি সুশান্ত এক নৌকা চালককে নিয়োগ করতেন।আর এবার সেই নৌকা চালক দাবি করেন, শ্রদ্ধাকে তিনি মাঝে মধ্যেই সুশান্তের বাগানবাড়িতে পৌঁছে দিতেন। সেই সঙ্গে সারা আলী খান ও রিয়া চক্রবর্তীকেও তিনি অনেকবার পৌঁছে দিয়েছেন অভিনেতার বাগানবাড়িতে।
ওই নৌকা চালক আরো দাবি করেন, সুশান্ত প্রায়ই মাদক পার্টির আয়োজন করতেন। যেখানে বলিউডের অনেক তারকাই হাজির হয়েছেন।এমনকি রিয়া-শ্রদ্ধা-সুশান্ত একসঙ্গে অনেকবার ওই পাবনার বাগানবাড়িতে গিয়েছেন।তবে সারা সেখানে যতবার গিয়েছেন ততবার তিনি একাই ছিলেন ।