বিনোদন

সুখবর: ‘মিঠাই’ সিরিয়ালের পর এবার বড় পর্দায় যাত্রা শুরু ধৃতিষ্মানের

মিঠাই এর শাক্য, তার নাম কিছুদিন আগে শিরোনামে হিট। একদিকে তার সুন্দর অভিনয়, অন্যদিকে তার গুণাগুণ প্রশংসিত হয়। এবং তাই সবার কাছে জনপ্রিয়। তার আসল নাম ধৃতিষ্মান চক্রবর্তী, যিনি শাক্য চরিত্রে অভিনয় করেছিলেন। এই ছোট্ট ছেলেটির এত গুণ আছে জেনে সবাই অবাক। আর তাঁর গুণের বহর এতটাই বেশি, তাঁর মাথায় উঠল নয়া পালক।

ছোটপর্দা ছেড়ে বড় পর্দায় আসছেন ধৃতিষ্মান চক্রবর্তী। সিরিজের পর বড় পর্দায় হাজির হবেন ধৃতিষ্মান। তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুটি ছবি পোস্ট করে খুশির খবরটি শেয়ার করেছেন।

একটাতে দেখা যাচ্ছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের (Kaushik Ganguly) কোলে রয়েছে শাক্যএবং অন্যটিতে কৌশিক গাঙ্গুলীর নতুন সিনেমা অসুখ বিসুখের তারকা কাস্ট দেখায়। এই ছবির ক্যাপশনে ধৃতিষ্মান লিখেছেন, ‘বড় পর্দায় আসছি আপনাদের আশির্বাদ নিয়ে। শুরু হল নতুন পথচলা, অসাধারণ অভিনেতা-পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। অসাধার একটি আশ্চর্যজনক তারকা কাস্ট সহ অসুখ বিসুখের একটি চলচ্চিত্র।

কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন ছবি ‘অসুখ- বিসুখ’ (Ashukh Bishukh)-এ। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মিঠাই এর ধৃতিষ্মানকে। অঙ্কুশ হাজরা, ইশা সাহা, পরমব্রত চ্যাটার্জি এবং সায়নি গুপ্তার মতো শিল্পীরাও থাকবেন। ছবির চিত্রনাট্যের দায়িত্বে রয়েছেন কৌশিকের ছেলে উজান গঙ্গোপাধ্যায়। ছবির প্লটে দেখা যাবে চিকিৎসা বিজ্ঞান।

এই ছবিতে অভিনয় করার কথা ছিল অঞ্জন দত্তের। তবে শুটিংয়ের আগের রাতেই অবসর নেন তিনি। তাই ক্যামেরার সামনে দাঁড়ালেন স্বয়ং কৌশিক গঙ্গোপাধ্যায়। কৌশিক ক্যামেরার সামনে থাকলেও কৌশিক পুত্র থাকবেন ক্যামেরার পেছনে। 12 জুন থেকে চিত্রগ্রহণ শুরু হয়েছে। এখন শুধু মুক্তির অপেক্ষায় আছি।

Back to top button