সুখবর : বলিউডে পা রাখছেন আমিরপুত্র জুনায়েদ খান
এবার বলিউডে অভিষেক হতে যাচ্ছে আমির খানের ছেলে জুনায়েদ খানের। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুসারে, সামনেই ‘ওয়ান ডে’ শিরোনামের থাই সিনেমা প্রযোজনা করতে যাচ্ছেন মিস্টার পারফেকশনিস্ট খ্যাত আমির খান। এই সিনেমাতেই তার ছেলে জুনায়েদ খান অভিনয় করবেন বলে জানা গেছে।
২০১৬ সালে নির্মিত এই থাই রোমান্টিক সিনেমাটি আমিরের এতোটাই পছন্দ হয় যে, গেল বছরই এর স্বত্বাধিকার ক্রয় করেন তিনি।
তবে থাই সিনেমাটিকে ভারতীয় প্রেক্ষাপটে নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন আমির খান। ছবিটি পরিচালনা করবেন সুনীল পান্ডে, যেখানে জুনায়েদ মূল চরিত্রে অভিনয় করবেন। একজন আইটি অফিসারের ভূমিকায় দেখা যাবে তাকে।
যে নিজের সহকর্মীর প্রেমে হাবুডুবু খেলেও লজ্জা ভেঙে নিজের ভালোবাসা প্রকাশ করতে পারে না। তবে জুনায়েদের বিপরীতে নায়িকা হিসেবে কাকে নেওয়া হচ্ছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এর আগেও জুনায়েদ খান বলিউডে পা রাখবে এমন খবর শোনা গিয়েছিল। আমির অভিনীত সর্বশেষ সিনেমা ‘লাল সিং চাড্ডা’য় প্রথমে জুনায়েদের অভিনয় করার কথা থাকলেও পরে প্রধান চরিত্রে আমির নিজেই অভিনয় করেন।
তবে সিনেমাটি বক্স অফিসে ব্যর্থ হওয়ায় আপাতত অভিনয় থেকে সাময়িক বিরতি ঘোষণা করেন আমির।