সালমান নিজেই পরিষ্কার করছেন ঘূর্ণিঝড় নিসর্গে ক্ষতিগ্রস্ত খামারবাড়ি! ভাইরাল ভিডিও

আম্ফানের পর এবার ঘূর্ণিঝড় নিসর্গ ভারতে বেশ তান্ডব চালিয়েছে। যার ফলে অনেক জায়গায় ক্ষতি হয়েছে।আর সেই তালিকার থেকে বাদ পড়েনি বলিউডে সুপারস্টার সালমান খানের খামারবাড়ি। সালমানের বান্ধবী রোমানিয়ান টেলিভিশন অভিনেত্রী ও উপস্থাপিকা ইউলিয়া ভানটুর সম্প্রতি ওই খামারবাড়ির ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেছেন। খামার বাড়ির এই দশা দেখে কিন্তু চুপচাপ বসে থাকেননি সালমানও।
জানা গিয়েছে, খামার বাড়ির ওই পরিস্থিতি দেখে সালমান আরো কয়েকজন সঙ্গীকে নিয়ে খামার বাড়ি পরিষ্কার করেছেন ও ঝাড়ু দিয়েছেন। আর সেই ভিডিও সালমান নিজেই তার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। এমনকি ভিডিও শেয়ার করে সালমান ভক্তদের উদ্দেশে ‘স্বচ্ছ ভারত’ এর বার্তা দিয়েছেন। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
এছাড়াও অন্যদিকে সালমানের বান্ধবী ইউলিয়া বেশ কিছু ছবি ও ভিডিও শেয়ার করেন ইনস্টাগ্রামে । শুধু তাই নয়, ইতিবাচক একটি নোটও শেয়ার করেন। এমনকি তিনি লেখেন, ‘কিন্তু তবুও জীবন চলে যাচ্ছে… আমাদের সুস্থ করে তুলতে সূর্য এসেছে।’