বিনোদন

‘শিমুলে’র প্রতিবাদী চরিত্র মন জয় করেছে, নায়িকার চরিত্র বদলে যাক চাননা দর্শকরা!

সিরিয়ালে সাধারণত দেখা যায় যে গ্রামের মেয়েরা শহরের বাড়িতে বিয়ে হয়, বা গরীব মেয়েরা বড়লোক বাড়িতে বিয়ে হয়। আর বিয়ের পরেই মেয়েদের অত্যাচারিত হতে হয়। তারা মুখ বুজে সব সহ্য করে। কিন্তু সম্প্রতি জি বাংলার ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’ প্রশংসার শিরোনামে উঠে এসেছে। কারণ সেখানে দেখা গিয়েছে নায়িকা শিমুল বেশ প্রতিবাদী।

শিমুল চরিত্রের মধ্যে একটা প্রতিবাদী সত্ত্বা খুঁজে পেয়েছেন দর্শকরা। তারা মনে করেন যে শিমুল চরিত্রটি দেখলে সমাজের লাঞ্ছিতা মেয়েরা একটা আশার আলো খুঁজে পাবে। তারা আর পড়ে পড়ে লাঞ্ছিতা এবং অত্যাচারিত হবেন না। এই চরিত্র এবং ধারাবাহিকে রয়েছে বাস্তব। বাস্তবের সাথে রয়েছে নাটকীয়তার মিশ্রণ। আর এই মিশ্রণের জন্য মানুষের ভালো লাগছে।

শাশুড়ির অত্যাচার শিমুল মুখ বুজে সহ্য করতে পারে না, প্রতিবাদ জানায়। আর এই প্রতিবাদী মেয়েটাকেই দর্শক ভালোবেসেছেন, পছন্দ করছেন। তারা চান এরকমই স্পষ্টভাষী মানুষ থাকুক সবসময়। এই চরিত্রের বদল না ঘটুক। পরিবর্তন ঘটলে আর ভালো লাগবেনা, টিআরপি পড়ে যাবে।

শিমুলের প্রতিবাদ দেখে অনুরাগীরা বলছেন, ‘মেয়েদের মুখ বুজে সহ্য করা টা আর চলবে না। সবাই এভাবে ই মোকাবেলা করে সমাজ কে বুঝিয়ে দিন আমাদের ও ভালো ভাবে বাঁচার অধিকার আছে’। আর একজন লিখেছেন, ‘অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে বলে ই শিমুল চরিত্র ভালো লাগছে। ‘কেউ কেউ বলছেন, এটা দেখে ভালো লাগছে যে বাংলা সিরিয়ালে নায়িকা কে মহান না দেখিয়ে অন্যায়ের প্রতিবাদ করতে দেখাচ্ছে।’

শিমুল চরিত্রটি সমাজে একটা ইতিবাচক প্রভাব ফেলছে। এটা দেখাচ্ছে যে মেয়েরাও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে। তারা মুখ বুজে সহ্য করতে হবে না। এই চরিত্রটি মেয়েদের সাহস জোগাতে পারে।

Back to top button