‘লাস্ট স্টোরিজ’ ও ‘হাসিন দিলরুবা’-র প্রস্তাব কেন ফিরিয়েছিলেন কৃতি শ্যানন?
‘বেরেলি কি বরফি’, ‘লুকা চুপি’থেকে ‘মিমি’র কল্যাণে কৃতি শ্যাননের ক্যারিয়ার নতুন গতি পেয়েছে। তবে এর মধ্যেও কয়েকটি সিনেমা আছে, যেগুলোতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়েছেন অভিনেত্রী। এর মধ্যে কয়েকটি পরে আলোচিত হয়েছে। কোন সিনেমাগুলো ফিরিয়ে দিয়েছেন কৃতি? টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে সেটাই জেনে নেওয়া যাক।
২০১৮ সালে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া অ্যান্থলজি সিনেমা ‘লাস্ট স্টোরিজ’-এ করণ জোহরের স্বল্প দৈর্ঘ্য ছবিতে অভিনয় করে আলোচনায় আছেন কিয়ারা আদভানি। ছবিতে তাঁকে দেখা যায়, শারীরিকভাবে অতৃপ্ত এক গৃহবধূর চরিত্রে। এই ছবি দিয়ে কিয়ারা বলিউড প্রযোজক, পরিচালকের প্রিয় পাত্রীতে পরিণত হন। ‘গুড নিউজ’, ‘কবীর সিং’-একের পর এক ছবিতে দেখা যায় তাঁকে।
কিন্তু কিয়ারা অভিনীত চরিত্রটির জন্য শুরুতে প্রস্তাব পান কৃতি শ্যানন। কিন্তু সিনেমার অনেক দৃশ্য নিয়ে অস্বস্তিতে ছিলেন অভিনেত্রী। কৃতির মা-ও পরামর্শ দেন ছবিটি না করতে। শেষ শেষ ‘লাস্ট স্টোরিজ’-এ অভিনয়ে প্রস্তাব ফিরিয়ে দেন তিনি।
২০২১ সালে নেটফ্লিক্সের আরেকটি ওয়েব সিরিজ ‘হাসিন দিলরুবা’-তে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন কৃতি শ্যানন।
কিন্তু বেশ কয়েকটি ঘনিষ্ঠ দৃশ্য আছে বলে এ ছবির প্রস্তাবও ফিরিয়ে দেন কৃতি। জানান, এ ধরনের দৃশ্যে অভিনয় করতে স্বাচ্ছন্দ্য নন তিনি। পরে ছবিটি করেন তাপসী পান্নু। মুক্তির পর ছবিটি ব্যাপক জনপ্রিয়তা পায়। সম্প্রতি সিনেমাটির সিকুয়েলের শুটিং করেছেন তাপসী।
এই দুই সিনেমা ছাড়াও ভিন্ন ভিন্ন কারণে প্রস্তাব পাওয়ার পরও ‘মালাং’, ‘হাফ গার্লফ্রেন্ড’, ‘সিং ইজ ব্লিং’ ইত্যাদি সিনেমার প্রস্তাব ফিরিয়েছেন কৃতি। পরে সে সিনেমাগুলো সাফল্য পেয়েছে, তখন কি আফসোসে পুড়েছেন তিনি? না, এ বিষয়ে কৃতি আর মুখ খোলেননি।