বিনোদন

রাতারাতি মুখ বদল, ‘তুঁতে’ সিরিয়ালে দেবলীনার জায়গায় এন্ট্রি নিতে চলেছে মিশমি!

স্টার জলসার নতুন ধারাবাহিক ‘তুঁতে’। ধারাবাহিকে রয়েছেন অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত ও অভিনেতা সৈয়দ আরফিন। যদিও ‘তুঁতে’ রঙ্গন জুটি টিআরপি তালিকায় জায়গা করেনি, তারা জনসাধারণের মধ্যে জায়গা করে নিয়েছে।

তবে এই সিরিজে অভিনয় করেছেন অভিনেত্রী দেবলিনা কুমার। তুঁতে এবং রঙ্গনের বিয়ের পর তাকে আর ধারাবাহিকে দেখা যায়নি। এই অভিনেত্রী সিরিজ ছেড়েছেন বলে জানা গেছে। তার জায়গা নেবে নতুন মুখ।

এখন থেকে দেবলিনার পরিবর্তে টিভি সিরিজ তুঁতে অভিনয় করবেন জনপ্রিয় খলনায়ক অভিনেত্রী মিশমি দাস। বর্তমানে তিনি টিভি সিরিজ ‘খেলনা বাড়ি’ -এ খলনায়কের চরিত্রে অভিনয় করছেন। মিশমির প্রিয়াঙ্কার ভূমিকায় রঙ্গন এবং তুঁতের জীবন নষ্ট করার জন্য আসছে মিশমি?

Back to top button