বিনোদন

রাজ-শুভশ্রীর প্রার্থনা ধর্মযুদ্ধের জন্য

কিছুদিন আগেই হাবজি গাবজি’র শুটিং শেষ করেন রাজ্ চক্রবর্তী।আর সম্প্রতি কিছুদিনের মধ্যেই ‘ধর্মযুদ্ধ’ মুক্তি পেতে চলেছেন।সেই সঙ্গে এই মুভির জন্য অনেক প্রশংসাও পেয়েছেন তিনি।
এপ্রিলেই মুক্তি পেতে চলেছেন রাজ্ শুভশ্রীর ধর্মযুদ্ধ।আর সেই জন্যই স্ত্রীকে নিয়ে মন্দিরে পুজো দিয়েছেন রাজ্ চক্রবর্তী।আজ বুধবার মহাকাল মন্দিরে কমলা ধুতি আর সাদা চাদর পরে দেখা গেলো রাজ্ কে।এবং তার সাথে স্ত্রী শুভশ্রীকে টকটকে লাল শাড়ী পরে দেখা গেলো ।হাতে ফুল ও পুজোর সামগ্ৰী নিয়ে।মধ্যপ্রদেশের মহাকাল মন্দিরে পুজো দিয়ে এসেই ছবি পোস্ট করেন রাজ।রাজ্ ও শুভশ্রীর কপালে ছিল তিলক।আগামী ২০মার্চ তাদের নতুন ছবি মুক্তি পেতে চলেছে।মূলত এই ছবির জন্যই প্রার্থনা করতে মন্দিরে গিয়েছিলেন রাজের পরিবার।

Back to top button