বিনোদন

রাজ চক্রবর্তীর অ্যাসিস্ট্যান্ট থেকে আচমকাই ‘সন্ধ্যাতারা’র নায়ক হয়ে ওঠার গল্প বললেন অভিনেতা সৌরজিৎ ব্যানার্জি

ছোট পর্দায় একেবারে নতুন মুখ অভিনেতা সৌরজিৎ ব্যানার্জি। যাকে দেখতে পাচ্ছেন নতুন স্টার জলসার ধারাবাহিক ‘সন্ধ্যাতারা’ এ এখন। তিনি অভিনেত্রী অন্বেষা হাজরা এবং অমৃতা দেবনাথের সাথে অভিনয় করেছেন।

ছোট পর্দায় তার অভিষেক হলেও তিনি এর আগে প্রলয় ছবিতে রাজ চক্রবর্তীর সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন। মেদিনীপুরে থাকেন এই অভিনেতা। তবে বর্তমানে হাওড়ায় থাকেন।বেশ কিছু মিউজিক ভিডিওতে দেখা গেছে তাকে।

কিন্তু সিটি সিনেমার ইউটিউব চ্যানেলে হঠাৎ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থেকে আচমকাই অভিনেতা হয়ে গেলেন সেই গল্প নিয়ে মুখ খুললেন তিনি।

সৌরজিৎ জানান, প্রথমে প্রযোজনা সংস্থা থেকে ফোন পান তিনি। ৮ দফা অডিশন দিতে হয় তাকে। তারপরই তাকে নির্বাচিত করা হয়। পর্দার আকাশনীলের মতোই তিনি আসলে শান্তিপ্রিয় মানুষ। ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলতেই ভালোবাসেন। তবে ক্যারিয়ারের প্রথম দিকে স্টার জলসার মতো চ্যানেলে সুযোগ পেয়েছিলেন তিনি যথেষ্ট ভাগ্যবান।

Back to top button