রাজপ্রাসাদ ছেড়ে ভাড়া বাড়িতে ভুবন, প্রায় বন্ধ হয়ে গিয়েছে রুটি রোজগার, জেনেনিন এমনটা হওয়ার কারণ কি !
ভুবন বাদ্যকরকে চেনেন না এমন কোনো এমন কোনো মানুষ আর নেই বললেই চলে। ‘বাদাম বাদাম কাঁচা বাদাম’ গানটির মাধ্যমে খুব কম সময়ই জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন তিনি। বাদাম বিক্রেতা ভুবন বাদাম বিক্রি করার সময় এই গানটি গাইতেন। তাঁর এই গানের ভিডিও এক ব্যাক্তির দ্বারা আপলোড করার পর দ্রুত ভাইরাল হয়ে যায়, তার পর কয়েকদিনের মধ্যেই ভাগ্য বদলে যায় এই কাঁচা বাদাম কাকুর। নাম যশ সব কিছুই পান এই গানের মাধ্যমে।
একের পর এক শোতে তাকে ডাকা হয়। অভাবের সংসার থেকে নিজের বাড়ি,গাড়ি সব কিছুর মালিক ভুবন কাকু। কাঁচা বাদামের পর আরো দুটি গানও রেকর্ড করেছেন তিনি।কিন্তু বর্তমানে তার গাওয়া গান তিনি নিজেই গাইতে পারছেন না, চাইছেন সহযোগিতা।এমনকি কান্নাকাটিও শুরু করেছেন তিনি। হঠাৎ কি হল এ নিয়ে সকলের মনেই প্রশ্ন জেগেছে।
এই বিষয়ে এক বিশ্বস্ত সংবাদ মাধ্যম ভুবন বাদ্যকরের সঙ্গে দেখা করলে তিনি জানান, গোপাল ঘোষ নামে এক ব্যক্তি একটি ইংরেজী চুক্তিপত্রে তাকে দিয়ে সই করিয়ে নেন। বিনিময়ে নগদ ৩ লক্ষ টাকা দেওয়া হয় তাকে। শুধু তাই নয়, জানা যায় গান বাবদ যে রোজগার হবে তার ৬০ শতাংশ পাবেন ভুবন এবং বাকি ৪০ শতাংশ হবে গোপাল ঘোষ নামক ব্যাক্তির। ভুবন ভদ্রকালের কথা অনুযায়ী এই চুক্তির পথ থেকেই সোশ্যাল মিডিয়ায় গান পোস্ট করতে গেলে কপিরাইট করতে হয়েছে তাকে। এরফলে এখন রুটি রোজগার বন্ধ হয়ে গেছে তার।
শুধু তাই নয় যে বাড়ির কাজ তিনি শুরু করেছিলেন তাও সম্পূর্ণ হয়নি।তার ওপর আবার পাড়ার ছেলেদের চাঁদার জুলুমের মুখে পড়ে বাড়িছাড়া হতে হয়েছে তাঁকে, তাঁদের ভাবনায় প্রচুর টাকা রোজগার করেছেন ভুবন। ফলে চারদিক থেকে টাকার চাপও আসতে থাকে।এই অবস্থায় দুবরাজপুরে একটি ভাড়া বাড়িতে আশ্রয় নিয়েছেন তিনি।