বিনোদন

মেয়ের বয়সী অভিনেত্রীকে চুমু, তোপের মুখে নওয়াজউদ্দিন সিদ্দিকি

হাঁটুর বয়সী নায়িকাদের সঙ্গে বলিউড অভিনেতাদের পর্দায় রোম্যান্স, ভালোবাসা নতুন কিছু নয়। সালমান, শাহরুখ, সাইফ আলী খানের মতো তারকারা তাদের মেয়ের বয়সী অভিনেত্রীর সঙ্গেও জুটি বেঁধে সিনেমায় কাজ করেছেন।

এবার তাদের পথেই যেন হাঁটলেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। সম্প্রতি নিজের বয়সের তুলনায় ২৮ বছরের ছোট এক অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন তিনি। ওই অভিনেত্রীর নাম অভনীত কৌর।

জানা গেছে সিনেমার নাম, ‘টিকু ওয়েডস শেরু’। ইতোমধ্যেই মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল সমালোচনা। কারণ ট্রেলারে নিজের হাঁটুর বয়সী অভিনেত্রীর ঠোঁটে চুমু খেতে দেখা গেছে নওয়াজকে।

৪৯ বছর বয়সী নওয়াজের সঙ্গে ২১ বছর বয়সী অভনীত কৌরের রোম্যান্স কোনোভাবেই মেনে নিতে পারছেন না নেটিজেনরা। তাই তারাও মেতে উঠেছেন সমালোচনায়। একজন লিখেছেন, ‘খুব হতাশাজনক! অভনীতের বয়স মাত্র ২১, তার বিপরীতে এমন একজন রয়েছে যার বয়স ৪৯ বছর! তাকেই আবার চুমু।’ কেউ আবার প্রশ্ন তুলেছেন, কন্যা সন্তানের বাবা নওয়াজউদ্দিন কিভাবে এমন দৃশ্যে রাজি হলেন?

যদিও এই অভিনেতার পক্ষেও বলতে দেখা গেছে কয়েকজনকে। তাদের দাবি, শাহরুখ আনুশকা কিংবা আলিয়ার সঙ্গে অভিনয় করতে পারলে, তাদের সঙ্গে রোম্যান্স করতে পারলে নওয়াজউদ্দিনকে নিয়ে সমস্যা কি?

জানা গেছে, এই সিনেমার গল্পে এক স্ট্রাগলিং অভিনেতার (নওয়াজ) বাড়ি থেকে তার বিয়ের জন্য পাত্রী দেখা হয়েছে। পাত্রী (অভনীত কৌর) নিজেও ভোপাল থেকে মুম্বাইয়ে গিয়ে বসবাস করতে চান। নায়িকা হওয়ার শখ তারও। নওয়াজকে বিয়ে করে স্বপ্নের শহরে পাড়ি দিতে চান তিনি। আর তাই বিয়েতে রাজি হয়ে যান। তারপর বিভিন্ন ঘটনার ঘনঘটায় গল্প এগোতে থাকে।

ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন সাঁই কবীর। আগামী ২৩শে জুন আমাজন প্রাইম ভিডিওতে সরাসরি মুক্তি পাবে সিনেমাটি।

Back to top button