বিনোদন

‘মেয়েবেলা’ গল্প নেবে বড় লিপ, জন্ম নেবে মৌ-ডোডো’র সন্তান, বিদায়বেলায় থাকছে নতুন চমক

নতুন ধারাবাহিক ‘মেয়েবেলা’। সিরিজের প্রধান চরিত্রে রয়েছেন অভিনেত্রী স্বীকৃতি মজুমদার এবং অভিনেতা অর্পণ ঘোষাল। । প্রথম দিন থেকেই ধারাবাহিকটির জনপ্রিয়তা ছিল। মৌ এবং ডোডোর রসায়ন দর্শকদের সাথে অনুরণিত হয়। কিন্তু চার মাসেই শেষ হয়ে গেল এই ধারাবাহিক।

শুটিং শেষ, তবে এই সিরিজটি কিছু সময়ের জন্য টেলিভিশনে থাকবে। দেখে মনে হচ্ছে ডোডো এবং মৌয়ের মধ্যে সম্পর্ক একটি নতুন মোড় নিতে চলেছে। যদিও আনুষ্ঠানিকভাবে তা জানা যায়নি, তবে জোর গুঞ্জন রয়েছে।

জানা গেছে, ‘মেয়েবেলা’ গল্পে এক বড় লিপ আসবে । যেখানে মৌ-ডোডোর সন্তান বড় হবে। এবং একটি সুখী সমাপ্তি দেখানো হবে. মৌ ইতিমধ্যেই ছবিটি শেয়ার করেছেন তার সোশ্যাল নেটওয়ার্কে। সম্ভবত, এটি ধারাবাহিক লিপ নেওয়ার পরে মৌ-এর চেহারা হবে।

 

View this post on Instagram

 

A post shared by SWIKRITI MAJUMDER (@swikticious)

Back to top button