বিনোদন

মিয়া খলিফার আসার গুঞ্জন, শালীনতার ঘোষণা দিলেন সালমান খান

শনিবার (১৭ জুন) থেকে শুরু হচ্ছে ‘বিগ বস ওটিটি-২’। টিভি পর্দায় এই শো’টি জনপ্রিয়তার অন্যতম কারণ বলিউড ভাইজান সালমান খান। প্রায় এক যুগের মতো সময় ধরে অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন তিনি।

জানা গেছে, এই রিয়্যালিটি শো-এর নতুন সিজনে প্রতিযোগী হিসেবে দেখা যেতে পারে মিয়া খলিফাকে! ইতোমধ্যেই শোতে অংশগ্রহণের প্রস্তাব দেওয়া হয়েছে তাকে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসাবে বিগ বস ওটিটি-র ঘরে পা রাখতে পারেন এই তারকা।

মিয়ার অংশগ্রহণের খবরে নানা আলোচনা-সমালোচনা শুরু হলেও সালমান দিলেন শালীনতা বজায় রাখার ঘোষণা। বলিউড ভাইজানের পরিষ্কার কথা, ‘বিগ বস ওটিটি-তে মনে হয় না সেন্সরের বাড়াবাড়ি থাকবে, কিন্তু যা খুশি তা-ই করা যাবে না। পরিস্থিতি চাপের হলে আমি নিজেই সামলে নেব। প্রতিযোগীদের এ দেশের ঐতিহ্য এবং সংস্কৃতি ভুললে চলবে না’।

এদিন সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় সালমান দর্শকদের আশ্বস্ত করলেন, বিগ বস ওটিটিতে এমন কিছু ঘটবে না যা ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের বিপক্ষে। সংবাদ সংস্থা এএনআই-কে অভিনেতা বলেন, ‘দর্শকের প্রত্যাশা নিয়ে আমি সচেতন। ওটিটি-তে এমন কিছু ঘটতে দেব না, যা আমাদের সংস্কৃতিকে কলুষিত করবে। আমি যতদূর জানি এখন ওটিটি-তেও নির্দিষ্ট কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে, যা সার্বিকভাবে বিষয়বস্তুর উন্নতি ঘটিয়েছে’।

বলিউডে প্রায় সাড়ে তিন দশক পার করে ফেলা সলমন খান মাস কয়েক আগেই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের ইভেন্টে ওটিটি প্ল্যাটফর্মে একহাত নিয়েছিলেন। ভাইজান স্পষ্ট বলেছিলেন, ‘আমি সত্যি মনে করি, এই মাধ্যমের জন্য একটি সেন্সর থাকা উচিত। অশ্লীলতা, যৌনতা, নগ্নতা, গালিগালাজ বন্ধ হওয়া উচিত।’

তার এমন বক্তব্যের পরেই বিগ বসে মিয়া খলিফার অংশগ্রহণের খবর নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে। যদিও এখন পর্যন্ত সালমান সে বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।

জনপ্রিয় এই শো-তে বরাবরই ব্যক্তিগত জীবনে বিতর্কিত ব্যক্তিত্বরাই অগ্রাধিকার পেয়েছেন। এর আগে সানি লিওনেরও বলিউডে পথচলার শুরু হয়েছিল বিগ বস থেকেই। এ বছর শো’তে মিয়া খলিফা ছাড়াও দেখা যেতে পারে নওয়াজউদ্দিন সিদ্দিকির স্ত্রী আলিয়া সিদ্দিকিকে।

Back to top button