বিনোদন

মায়ের সঙ্গে খোলা আবহাওয়া উপভোগ করছেন সুহানা! ভাইরাল ছবি

লকডাউনের সময় বাড়িতে বসে বেশ দারুন সময় উপভোগ করছেন শাহরুখ খান ও তার পরিবার। আর প্রায়ই তা ইনস্টাগ্রামে ভাইরাল হয়। আর এবার মেয়ে সুহানার সঙ্গে মিষ্টি সময় কাটাতে দেখা গেল মা গৌরীকে।বারান্দায় মা ও মেয়ের সুন্দর সময় কাটানোর ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সুহানার এক ভক্ত। তবে সেই ছবিটি কবে তোলা হয়েছে, তা জানা না গেলেও দুজনকে বর্ষণমুখর আবহাওয়া উপভোগ করতে দেখা যাচ্ছে।

ওই ছবিটিতে গৌরীকে কফি কিংবা চা পান করতে দেখা গেলেও সুহানাকে টেবিলের ওপর পা তুলে বেশ আরামদায়ক ভঙ্গিমায় বসে থাকতে দেখা গিয়েছে। এমনকি একটি ছবিতে তিনি মায়ের দিকে তাকিয়ে আছেন।মায়ের সঙ্গে সুহানার এই মিষ্টি মধুর সময় কাটানো সুহানা ভক্তরা বেশ পছন্দ করেছেন।

সুহানা ও তার মা গৌরির এই আরামদায়ক আবহাওয়া উপভোগ করতে দেখে এক নেটিজেন লেখেন, ‘প্রথম বৃষ্টি মায়ের সঙ্গে উপভোগ করা নিঃসন্দেহে ভীষণ আনন্দদায়ক! আমিও এটি ভালোবাসি।’ এমনকি আরেক নেটিজেন লেখেন, ‘সুহানা আপনার ছোট ভাই আরিয়ান ও আব্রাম কোথায়?’

Back to top button