বিনোদন

মায়ের মতোই ‘মিষ্টি’ ঐশ্বরিয়া কন্যা আরাধ্যা, নেটিজেনরা করলেন প্রশংসা

বলিউডের তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের একমাত্র কন্যা আরাধ্যা। সম্প্রতি মেয়েকে নিয়ে মুম্বাইয়ে ফিরেছেন জনপ্রিয় এই দম্পতি। সেখানে ফটোসাংবাদিকদের ক্যমেরা বন্দী হয়েছেন তিনজনে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই মুহুর্তের কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তেই ঐশ্বরিয়ার সৌন্দর্যের সঙ্গে তুলনা করে মেয়ে আরাধ্যার রূপ ও বিনয়ী আচারনের প্রশংসা করেছেন ভক্তরা।

ইনস্টাগ্রামে শেয়ার করা এক ভিডিওতে দেখা গেছে মুম্বাই বিমানবন্দর থেকে মেয়েকে নিয়ে বেরোচ্ছেন অভিষেক-ঐশ্বরিয়া। টার্মিনাল বিল্ডিং থেকে বেরিয়ে আসার পর আরাধ্যা ফটোসাংবাদিকদের উদ্দেশ্যে হাত জোড় করে অভ্যর্থনা জানিয়ে ‘নমস্তে (হ্যালো)’ বলে ওঠেন। এরপর ঐশ্বরিয়া এবং আরাধ্যা হাসিমুখে অভিষেকের সঙ্গে গাড়িতে উঠে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন।

এদিকে ভিডিওতে ফটোসাংবাদিকদের উদ্দেশ্যে হাত জোড় করে অভ্যর্থনা জানাতে দেখে আরাধ্যাকে প্রশংসায় ভাসিয়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘ঐশ্বরিয়া মতোই মিষ্টি ও নম্র তার কন্যা।’ অপর একজনের মন্তব্য, ‘মায়ের মতোই মিষ্টি মেয়ে’। কেউ লিখেছেন, ‘দিন দিন দেখতে সুন্দরী হয়ে উঠছে আরাধ্যা’। কেউ আবার বলেছেন, ‘তবে ঐশ্বরিয়ার চেয়ে সুন্দর আর কেউ হতে পারে না’।

উল্লেখ্য, ২০০৭ সালে অভিষেক বচ্চনকে বিয়ে করেন ঐশ্বরিয়া। এরপর ২০১১ সালে আরাধ্যার জন্ম। স্বামী-সন্তানকে নিয়েই অধিকাংশ সময় পার করলেও এর মাঝে ‘জজবা’, ‘সর্বজিত’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’, ‘ফেনি খান’ সিনেমায় কাজ করেছেন জনপ্রিয় এই নায়িকা।

Back to top button