ভয়াবহ অভিজ্ঞতা! গাড়ির কাচ ভেঙে ৬৫ টুকরো মুখে ঢুকে যায় অভিনেত্রীর, জানালেন নিজেই

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মহিমা চৌধুরী ১৯৯৭সালে অভিনেতা শাহরুখ খানের বিপরীতে ‘পরদেশ’ ছবিতে অভিনয় করে বলিউডে পা রাখেন।শাহরুখের বিপরীতে এই ছবিতে অভিনয় করে তিনি বেশ প্রশংসাও পেয়েছিলেন। কিন্তু ‘পরদেশ’ ছবির পর প্রায় কয়েকবছর দেখা যায় না অভিনেত্রীকে। পিঙ্ক ভিলার কাছে সাক্ষাৎকারে সম্প্রতি সেই কারণ প্রকাশ করেছেন অভিনেত্রী মহিমা চৌধুরী নিজে।
১৯৯৯ সালে অজয় দেবগন ও কাজল অভিনীত ‘দিল কেয়া করে’র শুটিং করছিলেন মহিমা। কিন্তু সেই সময় ব্যাঙ্গালুরুতে এক সাংঘাতিক দুর্ঘটনার সম্মুখীন হন তিনি। একটি ট্রাক তার গাড়িতে এমন জোরে ধাক্কা মারে যে গাড়ির কাচ তার মুখে এসে বিঁধে যায়।তারপর অভিনেত্রী মহিমা বলেন, সেই সময় মনে হচ্ছিল আমি হয়তো মারা যাচ্ছি। কেউ আমাকে হাসপাতালে ভর্তি করানোর জন্য এগিয়ে আসেননি। হাসপাতালে পৌঁছানোর পরে মা আসেন অজয় আসেন। কিন্তু আয়নায় মুখ দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম।
তিনি আরো বলেন, হাসপাতালে চিকিৎসকেরা অস্ত্রপ্রচার করে প্রায় ৬৭টি কাছের টুকরো আমার মুখের থেকে বের করেন। সেই দুর্ঘটনা থেকে সেরে উঠতে আমার বেশ সময়ও লেগেছিলো। সেই সময় আমার হাতে বেশ কয়েকটি ছবি ছিল। কিন্তু সেগুলো ছেড়ে দিতে হয়। আমি চাইনি মানুষ এই ব্যাপারটা জানুক। কারণ তখন মানুষ এত সাপোর্টিভ ছিল না।