ভাগ্নি আয়াতের সঙ্গে খেলায় মাতলেন সালমান খান, (ভাইরাল ভিডিও)
বলিউডের সুপারস্টার সালমান খানের ২০১৯সালটা বেশ ভালোই গিয়েছিলো।কারণ ২০১৯সালের ২৭ডিসেম্বর ছিল সালমানের জন্মদিন আর সেইদিন তিনি এক বিশেষ উপহার পান তার বোনের কাছ থেকে।কারণ সালমানের জন্মদিনের দিন সালমানের বোন অর্পিতার কোল জুড়ে এক ছোট্ট ফুটফুটে কন্যা সন্তান আসে।যার নাম রাখা হয় আয়াত।সালমানের ভাগ্নি আয়াতকে দেখার জন্য সালমানের ভক্তরা উচ্ছাসিত হয়ে পড়েন।কিন্তু শুধু একটি ছবি দেখেছিলেন।তবে এবার ফের সালমান তার ভক্তদের আশা পূরণ করলেন।
সম্প্রতি সালমান খানের বোন অর্পিতা একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।যেখানে দেখা যাচ্ছে, ছোট্ট ভাগ্নি আয়াতের সঙ্গে খেলায় মেতেছেন সালমান।এমনকি আয়াতকে চুমু খাচ্ছেন।আর এই ভিডিওটি প্রকাশ্যে আশা মাত্রই মুহূর্তের মধ্যে হু হু করে ভাইরাল হয়ে যায়।এমনকি ওই ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘মামু আমরা তোমাকে খুব ভালোবাসি’।
বলিউড অভিনেতা সালমান যে বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে ভালবাসেন তা এবার প্রথম নয়, তার প্রমাণ আমরা এর আগেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পেয়েছি।কারণ এর আগে বোন অর্পিতার প্রথম সন্তান আহিলের সঙ্গেও সময় কাটানো ভিডিও সালমান সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন।