বিয়ের পর এবার হানিমুনে গিয়ে কটাক্ষের শিকার আশীষ বিদ্যার্থী
গত মাসের জামাইষষ্ঠীর দিন বিয়ের পিঁড়িতে বসেন ভারতের বর্ষীয়ান অভিনেতা আশীষ বিদ্যার্থী। তার এ শুভ কাজটিতেও অশুভ মন্তব্যের বন্যা বয়ে গেছে নেটমাধ্যমে। এর পেছনে কারণ হিসেবে যেটা সামনে এসেছে সেটা হলো, অভিনেতার বয়স ও দ্বিতীয় বিয়ে ইস্যু। অবশ্য ব্যাপারটি নিয়ে পরবর্তীতে মুখও খোলেন অভিনেতা।
তবে এতে নেটপাড়ার নীতিপুলিশদের যে খুব একটা শিক্ষা হয়েছে সেটা আপাতত মনে হচ্ছে না। কেননা সম্প্রতি নেটমাধ্যমে ভাইরাল হয়েছে আশীষের হানিমুনের ছবি। স্ত্রী রুপালি বড়ুয়াকে নিয়ে ভ্যাকেশন মুডে অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে আবারও কটাক্ষের শিকার হলেন আশীষ।
এদিন ফ্লোরাল শার্ট এবং বড় হ্যাট পরেছিলেন অভিনেতা। গোলাপি পোশাক এবং হ্যাট ছিল রুপালির মাথায়। ওই ছবি আপলোড করে আশীষ লেখেন, ‘বন্ধুগণ, আপনাদের অজস্র ভালোবাসা আর উইশের জন্য অনেক অনেক ধন্যবাদ। আলশুকরান বন্ধু, আলশুকরান জীবন।’
রিপোর্ট বলছে, সিঙ্গাপুরে ছুটি কাটাতে গিয়েছেন তারা। যদিও দম্পতির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি। আশীষের আপলোড করা ছবিতে একটি বাসে সফর করতে দেখা গেছে তাকে। যা দেখে নেটিজেনদের দাবি, সিঙ্গাপুরেই গিয়েছেন দুজনে।
এই অভিনেতার মধুচন্দ্রিমার ছবি ভাইরাল হতেই তা নিয়েও অশ্লীল কটাক্ষ করা হচ্ছে। দেবাশীষ দাস নামের এক ফেসবুক ব্যবহারকারী লেখেন, ‘বুড়ো বয়সে বেশ রসেবসে আছেন।’ মাহেন্দ্র সামির কথায়, ‘ভায়াগ্রা নিতে ভুলবেন না।’
যদিও এদিন নেটপাড়ার বড় অংশ কিন্তু অভিনেতার পাশে দাঁড়িয়েছে। কেউ লিখলেন, ‘ওল্ড ইজ গোল্ড। ভালোবাসার জয় হোক।’ কারো মন্তব্য, ‘আপনারা এভাবেই হাসিখুশি থাকুন। নিন্দুকদের কথায় কান দেবেন না।’
প্রসঙ্গত, ৫৭ বছর বয়সে বিয়ে করায় ট্রোলের শিকার হয়েছিলেন আশীষ। দিন পনেরো ধরেই লাগাতার ট্রোলড হচ্ছেন অভিনেতা। তাকে ‘বুড়ো’ বলে কটাক্ষ করেছেন অনেকে। অশ্লীল ভাষায় আক্রমণও করছেন বহুজন। নেটপাড়ার এই কাণ্ডকারখানা দেখে অবাক হয়ে গিয়েছেন আশীষ। কিছু দিন আগে দ্বিতীয় বিয়ের কারণ সামনে আনেন। তারপরও থামছে না তাকে ঘিরে সমালোচনা।