বাড়ছে শরীরের ওজন,জটিল এক রোগের কবলে পড়েছেন মিস ইউনিভার্স হরনাজ সান্ধু
কিছুদিন আগে মিস ইউনিভার্স হরনাজ সান্ধুর ভাইরাল কিছু ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়। মাত্র কয়েক মাস আগে বিশ্বসুন্দরীর মুকুট জিতেছেন তিনি।
কয়েক মাসের ব্যবধানেই তার শরীরের ওজন বাড়তে থাকে। এই নিয়ে শুরু হয় ট্রোলিং। তবে এটা কোনো সাধারণ ঘটনা ছিল না। আদতে এক ভয়ঙ্কর রোগের সঙ্গে লড়াই করছেন বিশ্বসুন্দরী।
ওজন হঠাৎ বেড়ে যাওয়া নিয়ে বিদ্রুপ শুরু হতেই হরনাজ এই সম্পর্কে মুখ খুললেন। তিনি জানালেন তিনি সিলিয়াক রোগে আক্রান্ত হয়েছেন। যে কারণে তার ওজন বেড়ে যাচ্ছে।
অটোইমিউন কন্ডিশন তৈরি হয়েছে তার শরীরে। সেখানে মানুষের ইমিউন সিস্টেম তার শরীরের বিরুদ্ধে কাজ করে। গ্লুটেন জাতীয় খাবার থেকে এই সমস্যা দেখা দিতে পারে।
এর প্রভাবে অপুষ্টিজনিত সমস্যা, স্নায়ুর সমস্যা, হাড়ের সমস্যা বাড়ে। এতে অনেক সময় ওজন কমে যায়। আবার অনেক সময় অত্যধিক বেড়ে যায় ওজন। দীর্ঘ সময়ের জন্য হজমের সমস্যাও দেখা দেয়।
বিশ্বসুন্দরী জানিয়েছেন প্রথমে রোগা হওয়ার জন্য তাকে অনেক কথা শুনতে হয়েছে। এখন ওজন বেড়ে যাওয়া নিয়েও কথা শুনতে হচ্ছে। তিনি নিজের পছন্দের অনেক খাবার খেতে পারেন না শরীরের কথা ভেবে।
তবে রোগা আবার মোটা হওয়া নিয়ে তিনি কখনোই চিন্তিত ছিলেন না বলে উল্লেখ করেছেন। তিনি নিজের শরীর নিয়ে বরাবর সন্তুষ্ট থেকেছেন। আজও তিনি কে কি বলছেন সেই নিয়ে বিশেষ মাথা ঘামান না।