বিনোদন

বলিউড নায়িকারা কোন কাজে কত নেন, কার আয় কত? দেখেনিন একঝলকে

বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রিতে সর্বোচ্চ উপার্জনকারী অভিনেত্রীদের তালিকায় নাম লিখিয়ে ফেলেছেন আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া, ঐশ্বরিয়া রাই বচ্চন, কিয়ারা আদভানি, ক্যাটরিনা কাইফের মতো নায়িকারা। শুধু সিনেমায় অভিনয়ের মাধ্যমেই নয়, বিভিন্ন নামি সংস্থার বিজ্ঞাপনের মডেল হিসেবেও কাজ করেন বলি অভিনেত্রীরা। অভিনয়ের পাশাপাশি পোশাক প্রস্তুতকারী সংস্থাও খুলেছেন অনুষ্কা শর্মা, দীপিকা পাড়ুকোনের মতো তারকারা।
তবে উপার্জনের নিরিখে বহু অভিনেত্রী তালিকার প্রথম সারিতে নাম লেখালেও কে সবচেয়ে বেশি আয়কর দেন তা জানেন কি? সবচেয়ে বেশি আয়কর প্রদানকারী বলি অভিনেত্রীদের তালিকার শীর্ষে রয়েছেন দীপিকা পাড়ুকোন।

ফোর্বস সূত্রে খবর, ২০১৬-’১৭ আর্থিক বর্ষে আয়কর হিসাবে ১০ কোটি টাকা দিয়েছেন দীপিকা। এই আর্থিক বর্ষের পর থেকে প্রতি বছর প্রায় সমপরিমাণ অর্থ আয়কর দিয়ে এসেছেন দীপিকা।

জানা গেছে, ২০১৯ সাল নাগাদ উপার্জনের নিরিখে রোহিত শর্মা, অজয় দেবগন এবং রজনীকান্তের মতো তারকাদেরও ছাপিয়ে গিয়েছিলেন দীপিকা। এমনকি সর্বাধিক উপার্জনকারী তারকাদের তালিকায় প্রথম দশে নাম লিখিয়েছিলেন অভিনেত্রী।

দীপিকার মোট সম্পত্তির পরিমাণ ৫০০ কোটি টাকা। প্রতি ছবিতে অভিনয়ের জন্য ১০ থেকে ১৫ কোটি টাকা পারিশ্রমিক নেন দীপিকা। বিজ্ঞাপনে অভিনয়ের জন্যও কোটির গুণিতকে আয় করেন দীপিকা। বলিপাড়া সূত্রে খবর, প্রতি বিজ্ঞাপনে অভিনয় করে আনুমানিক ৮ কোটি টাকা উপার্জন করেন তিনি।

দীপিকার পর বলি অভিনেত্রীদের মধ্যে সর্বাধিক আয়কর প্রদান করেন আলিয়া ভাট। প্রতি বছর ৫ থেকে ৬ কোটি টাকা আয়কর দেন আলিয়া। তবে ২০১৩-’১৪ আর্থিক বর্ষে সর্বাধিক আয়কর দিয়ে বলি অভিনেত্রীদের তালিকায় শীর্ষে ছিলেন ক্যাটরিনা কাইফ। ওই আর্থিক বর্ষে ৫ কোটি টাকা আয়কর দিয়ে শীর্ষে ছিলেন ক্যাটরিনা।

আয়কর প্রদানের ক্ষেত্রে শীর্ষে থাকলেও উপার্জনের নিরিখে বলি অভিনেত্রীদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন দীপিকা। উপার্জনের নিরিখে প্রথম স্থানে রয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া জোনাস। বলিপাড়া সূত্রে খবর, অভিনেত্রীর মোট সম্পত্তির পরিমাণ ৬২০ কোটি টাকা।

Back to top button