বলিউডের জনপ্রিয় অভিনেত্রীর বোনকে গণধর্ষণের হুমকি সোশ্যাল মিডিয়ায়!

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী অনন্যা পান্ডের কাকাত বোন মডেল আলানা পান্ডে সম্প্রতি একটি বিকিনি পড়া ছবি পোস্ট করেছিলেন। সেই সঙ্গে ইনস্টাগ্রামে একটি স্ট্যাটাসও শেয়ার করেছেন আলানা। সেখানে তিনি জানান, গত মাসে এক নারী তাঁকে কার্যত হুমকি দেন। তাঁর বিকিনি ছবি দেখে ওই নারী লেখেন, অনন্যার বোন আলানা পান্ডে যে পোশাক পরেছেন, তাতে তাঁর গণধর্ষণ হওয়া উচিত। নিজের সম্পর্কে আচমকা ওই ধরনের মন্তব্য শুনে কার্যত চুপ হয়ে যান আলানা পান্ডে ।
এমনকি শুধু তাই নয়, ওই স্ট্যাটাসে অনন্যার সঙ্গে তার বাবা মাকেও ট্যাগ করা হয়। এরপর সঙ্গে সঙ্গে আলানা ওই নারীর কমেন্ট ডিলিট করেন দেন এবং সেই সঙ্গে ওই নারীকে ব্লকও করে দেন আলানা।তারপর আলানা নিশ্চিন্ত হন।
তবে এই প্রথমবার নয়, এর আগেও এমন কয়েকটি ছবি শেয়ার করে কটাক্ষের মুখে পড়েন আলানা। শুনতে হয় অনেক কুকথা।অপমানের পর অপমান করা হয় অনন্যার বোনকে। এই সব কমেন্ট দেখে আলানার এখন চোখ যে অভ্যস্থ হয়ে গিয়েছে তা নিজেই জানান আলানা।