বন্ধ হচ্ছে ‘মুকুট’ সিরিয়াল? অবশেষে আসল সত্যি জানালেন নায়িকা শ্রাবণী ভুঁইয়া
জি বাংলার নতুন সিরিজ মুকুট পাঁচ মাসের মধ্যে শেষ হওয়ার গুঞ্জন। শুনেছি এই মেগা টিআরপি কম থাকায় বন্ধ হচ্ছে।
সূত্র জানায়, জি-বাংলা নিয়ে নতুন একটি ধারাবাহিক হবে। আর টিআরপি কম থাকায় সিরিজবন্ধ হয়ে যাবে। তা নিয়ে বড় গোলমাল কি সত্যিই শেষ? আসল সত্যি জানালেল খোদ নায়িকা শ্রাবণী ভুঁইয়া।
অভিনেত্রী আনন্দবাজার অনলাইনকে জানিয়েছেন, “আমাদের শিল্পীদের কাছে সিরিয়াল বন্ধের খবর অনেকটা পরে এসেই পৌঁছায়। এখনও পর্যন্ত আমার কাছে সিরিয়াল বন্ধ হওয়ার কোনও খবর নেই। তা ছাড়া দর্শকের ভাল প্রতিক্রিয়াও তো পাচ্ছি। কেনই বা বন্ধ হতে যাবে আমাদের সিরিয়াল?”
শ্রাবণীর কথায়, “আমরা তো সব সময়ই আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করছি। দর্শক যদি আমাদের সিরিয়াল পছন্দ করে, তাহলে তো এটা চলতেই থাকবে। আর যদি না পছন্দ করে, তাহলে তো বন্ধ হবেই। এটাই স্বাভাবিক।”
তবে, মুকুট বন্ধ হয়ে যাচ্ছে কিনা তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ, জি-বাংলা এখনও পর্যন্ত কোনও ঘোষণা করেনি।