বিনোদন

বক্স অফিসে ঝড় তুলছে ‘দৃশ্যম ২’, ফের আসছে ‘সিংহাম এগেইন’

বলিউডের এর আগে দুইবার এসেছে ‘সিংহাম’। তৃতীয় কিস্তি নিয়ে ইঙ্গিত ছিল আগে থেকেই। ‘সুরিয়াভানসি’ সিনেমায় সেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন পরিচালক রোহিত শেট্টি। এবার সেই ইঙ্গিত বাস্তবায়নের সময় এসে গেছে।
বলিউড বক্স অফিসে কাপাচ্ছে অজয় দেবগনের নতুন সিনেমা ‘দৃশ্যম ২’। এর মধ্যেই জানা গেল বাজিরাও সিংহামকে নিয়ে আবারো বড় পর্দায় আসছেন রোহিত। নির্মাতা নিজেই জানিয়েছেন, তৃতীয় কিস্তি আসতে যাচ্ছে এবং সিনেমার শিরোনাম ‘সিংহাম এগেইন’।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সুরিয়াভনসি যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে সিংহাম এগেইন। আন্তর্জাতিক সন্ত্রাসবাদ এ সিনেমার প্রেক্ষাপট।

‘সিংহাম’ সিনেমার মূল চরিত্র অজয় দেবগন এখন ব্যস্ত দৃশ্যম ২ সিনেমার সাফল্য উপভোগে। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, বক্স অফিসে সিনেমাটি ১৬০ কোটি টাকা ব্যবসা করেছে।

এদিকে, এরই মধ্যে প্রকাশ পেয়েছে অজয়ের নতুন সিনেমা ভোলার প্রথম ঝলক। ভোলার শুটিং শেষে ‘সিংহাম এগেইন’ সিনেমার দৃশ্য ধারণ শুরু করবেন অজয়।

Back to top button