বিনোদন

বক্সঅফিসে ঝড় তুললো ‘বাঘি থ্রি’, ৩দিনে আয় করলো

বলিউডের জনপ্রিয় অভিনেতা টাইগার শ্রফ ও অভিনেত্রী শ্রদ্ধা কাপুর অভিনীত ‘বাঘি থ্রি’ গত ৬মার্চ(শুক্রবার) মুক্তি পেয়েছে।জানা যায়, ‘বাঘি থ্রি’ ছবিটি নাকি মুক্তির আগেই অনলাইনে ফাঁস হয়ে যায়।যার জন্য ভীষণ চিন্তায় পড়েছিলেন পরিচালক ও অভিনেতা-অভিনেত্রীরা।

তবে জানা গিয়েছে, সিনেমাটি মুক্তির দিনেই নাকি আয় করে ১৭ কোটি ৫০ লাখ টাকা । দ্বিতীয় দিনে এর আয় পৌছায় ৩৩ কোটিতে। এরপর ধারণামাফিক তৃতীয় দিনেই সিনেমাটি পেরিয়ে গিয়েছে ৫০কোটির মাইলফলক।প্রথম সপ্তাহে অর্থাৎ মুক্তির মাত্র তিনদিনেই এর আয় দাঁড়ালো প্রায় ৫৩ কোটি টাকা।

প্রসঙ্গত, টাইগার-শ্রদ্ধা অভিনীত ‘বাঘি’ মুক্তি পেয়েছিল ২৭৫০টি সিনেমা হলে, প্রথম দিনের আয় ছিল প্রায় ১২ কোটি টাকা । এরপর টাইগার-দিশা অভিনীত ‘বাঘি টু’ ৩৫০০ বড় পর্দায় মুক্তি পেয়েছিল ‘গুড ফ্রাইডে’তে। সেটির প্রথম দিনের আয় ছিল ২৫ কোটি টাকা । আর এবার টাইগার-শ্রদ্ধা-দিশা অভিনীত ‘বাঘি থ্রি’ ৪৩০০ পর্দায় মুক্তি পেয়ে প্রথম দিনে আয় করেছে সাড়ে ১৭ কোটি টাকা ।

Back to top button