বিনোদন
ফেসবুকে এসে হাউমাউ করে কেঁদে ফেললেন জনপ্রিয় নায়িকা, জানালেন কষ্টের কথা
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে কান্নায় ভেঙে পড়লেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পূজা চেরি।
রোববার রাত ৮ টার দিকে লাইভে আসেন তিনি। এসময় তাকে কাঁদতে দেখা যায়।
লাইভের শুরুতেই পূজা বলেন, আপনারা সবাই জানেন আমার একটি বিড়াল ছিল। যার নাম ছিল ওরিও। গত ৪ বছর ধরে বিড়ালটি আমার কাছেই ছিল। কিন্তু আমার পোষা বিড়ালটি আর বেঁচে নেই। এ কথা বলেই কান্নায় ভেঙে পড়েন নায়িকা।
পূজা আরো বলেন, আমাদের বাড়ির নয়তলার বারান্দা থেকে লাফ দিয়ে নয়তো পা পিছলে ওরিও নিচে পড়ে যায়। এরপর আমি ওকে নিয়ে আসছি। এসময় লাইভে ওরনা দিয়ে ঢেকে রাখা বিড়ালটির দিকে দেখিয়ে ফের কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী।
নিজের পোষা বিড়ালটিকে হারিয়ে ভেঙে পড়েছেন এ চিত্রনায়িকা।
সম্প্রতি পূজা চেরি এইচএসসি পাস করেছেন; প্রস্তুতি নিচ্ছেন আইন বিষয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার। আসছে ঈদে পূজাকে দেখা যাবে শাকিব খানের বিপরীতে ‘গলুই’ সিনেমায়।