বিনোদন

ফুলশয্যার রাতের ‘কাহিনী’ শেয়ার করলেন রিতেশ দেশমুখ, ভাইরাল নেট দুনিয়ায়

বলিউডের জনপ্রিয় দাম্পত্য জুটি রিতেশ দেশমুখ ও জেনেলিয়া দেশমুখ। বিয়ের আগে এই জুটি সিনেমায় কাজ করতে করতে দুজন দুজনের প্রেমে পড়েন। চুটিয়ে প্রেম করার তারপর বিয়ে করেন রিতেশ ও জেনেলিয়া । এখন দুই সন্তানের বাবাও হয়ে গেছেন অভিনেতা রিতেশ। তবে এই লকডাউনের সময় গৃহবন্দী হয়ে নানা রকম ভিডিও পোস্ট করে ভক্তদের উপহার দিচ্ছেন তিনি।

ওই ভিডিওগুলিতে কখনো রিতেশকে দেখা যাচ্ছে, বাসন মাজতে আবার কখনো ঘর বাড়ি পরিষ্কার করতে। আর অন্যদিকে জেনেলিয়াকে সবসময় ফোন নিয়ে বসে থাকতে দেখা যাচ্ছে। এই সময়ই একটি ‘কাহিনী’ শেয়ার করেন অভিনেতা রিতেশ। জানালেন তার ফুলশয্যার রাতের ‘কাহিনী’।

যা শুনে ভক্তরা চমকে ওঠে। কারণ এই জুটির প্রেম সবার মুখে মুখে ঘোরে। কি এমন হল তবে! একটি ভিডিওতে রিতেশ বলছেন, ‘আমি জেনেলিয়াকে ফুলশয্যার রাতেই ডিভোর্স দিতাম। কিন্তু কেন জানেন? কারণ আমি জেনেলিয়াকে ফুলশয্যার রাতের দিন বলেছিলাম ঘোমটা সরাও তোমার মুখ থেকে। ও বলেছিল, আমি পারবো না নিজেই সরিয়ে নাও না। আর সেদিনই আমি বুঝে গিয়েছিলাম এ কামচোর।’ এই ভিডিওটি বানানোর সময় জেনেলিয়া রিতেশের পাশেই বসে ছিল। তবে যদিও রিতেশ কি বলেছে সেই কথা জেনেলিয়া শোনেনি। এই ভিডিওটি রিতেশ টিকটকে শেয়ার করেছেন। তবে পুরোটাই মজার চলে ।

Back to top button