বিনোদন

প্রেমিকা মালাইকার সঙ্গে বিয়ে নিয়ে যা বললেন অভিনেতা অর্জুন কাপুর

বলিউডের জনপ্রিয় অভিনেতা অর্জুন কাপুর ও অভিনেত্রী মালাইকা আরোরার প্রেমের বিষয়ে নিশ্চই কারোর অজানা নয়। কিন্তু এই প্রেমিকজুটি কবে বিয়ে করবেন তা নিয়ে যেন ভক্তদের কৌতূহলের শেষ নেই।জানা গিয়েছিলো ১৯এপ্রিল তারা বিয়ে করবেন কিন্তু দেখুন ১৯এপ্রিল পার হয়ে আজ ৭জুন হয়ে গেলো তবুও বিয়ে করলেন না অর্জুন-মালাইকা। তবে এখন জানা যাচ্ছে, এই জুনেই নাকি বিয়ে করবেন এই জুটি।

সম্প্রতি প্রেমিকা মালাইকার সঙ্গে বিয়ে নিয়ে নিজেই মুখ খুললেন অর্জুন কাপুর। একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এখন আমার বয়স ৩৩। তাই বিয়ে নিয়ে এই মুহূর্তে কোনো তাড়াহুড়ো নেই আমার। এমনকি আমার বিয়ের ব্যাপারটা এতটাও গুরুত্বপূর্ণ নয় যে এটা নিয়ে আমাকে কথা বলতে হবে।’

তিনি আরো বলেন, ‘আমি যদি বিয়ে করি তাহলে নিশ্চই আপনারা জানতে পারবেন।কারণ বিয়ে নিয়ে লুকোনোর কিছু নেই। এখন হোক বা পরে বিয়েতো করতেই হবে তাই না। তবে আমার বিয়ে নিয়ে কোনো জল্পনা কল্পনা করবেন না তাতে খুব বিরক্তি লাগে।এমনকি কবে বিয়ে করবো না করবো এ নিয়েও আমার উত্তর দিতে ভালো লাগে না।’

Back to top button