বিনোদন
পরিচালকের প্রশ্ন অভিনেত্রীর এই ছবিটি নিয়ে
বলিউডের পরিচালক আহমেদ খান এর নতুন ছবি ‘থাপ্পর’।আর সেই ছবিতে অভিনয় করছেন তাপসী পান্নু।আর এখানেই অভিনেত্রীর ছবিটি প্রশ্ন তুলেছেন পরিচালক।এই ছবির কনসেপ্ট নিয়ে খুব আশ্চর্য এই পরিচালক।কারণ এই কনসেপ্ট এ রয়েছে স্ত্রীকে একটা থাপ্পড় মারলেই কি স্বামী-স্ত্রীর মধ্যে পাকাপাকি বিচ্ছেদ হয়ে যায়? যদি স্ত্রীর কোনো সমস্যা হয়, তা হলে তারও স্বামীকে পাল্টা থাপ্পড় মারা উচিত।এবং তারপর তাপসীর কাছে কাছে প্রশ্ন যায়,আর সেই উত্তরে তাপসী বলেন এই বিষয়ে আলাদা করে কিছু বলার নেই। আহমেদের যা ঠিক মনে হয়, সেটা নিয়ে ও ছবি বানায়। আমাদের যা ঠিক মনে হয়েছে, সেটা আমরা বানিয়েছি।