বিনোদন
‘টুকে টুকেই পাশ করে টিআরপি আনবে’! খড়িকে কপি করেছে পর্ণা, বলছেন দর্শক
নিম ফুলের মধু’ জি-বাংলার একটি জনপ্রিয় ধারাবাহিক। সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার জন্য এই ধারাবাহিকটি বরাবরই দর্শকদের কাছে সমাদৃত হয়েছে। তবে সাম্প্রতিক ধারাবাহিকগুলোতে গাঁটছড়া ধারাবাহিকের সঙ্গে মিল পাচ্ছেন দর্শকেরা।
নিম ফুলে মধু সিরিজে, গৃহবধূ পর্ণা তার ব্যবসার প্রসারের জন্য তার শ্বশুরবাড়ির সমস্ত মহিলা সদস্যদের নিয়ে একটি ফ্যাশন শো আয়োজন করে। আর এই শোতেই পর্ণা বাড়ির সকলকে মডেল বানিয়ে রাম্প ওয়াক করাবে।
আগের মতোই এই দৃশ্যটি প্রথম দেখা গিয়েছিল ‘গাঁটছড়া’ ধারাবাহিকে। একই দৃশ্য দেখা যাচ্ছে ‘নিম ফুলে মধু’তে। সবাই এই দৃশ্য বা এই দৃশ্যের কথা বলে।
এমন লোক আছে যারা বলে, ‘টুকে টুকেই পাশ করে টিআরপি আনবে” আবার কেউ কেউ বলেন, “জি-বাংলা এবার স্টার জলসাকেই কপি করে নিল”।
View this post on Instagram