জোর করে শারীরিক সম্পর্ক গড়ার চেষ্টা! যোগ্য জবাবে স্বামী পরাগের মুখে ঝামা ঘষে দিলো শিমূল
জি বাংলার নতুন ধারাবাহিক Kar Kache Koi Moner Kotha-এর অফুরন্ত দর্শক রয়েছে। শো-এর ট্রেইল দেখে কেউ বলছেন, তারা একটি বাস্তব ঘটনা দেখাচ্ছে। কেউ কেউ যুক্তি দেন যে শালীনতার মান অতিক্রম করা হয়েছে। কয়েকদিন আগে এই সিরিজটি “মা ও ছেলের ফুলশয্যা’ দেখানোর জন্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচিত হয়েছিল।
এ বার এই সীমানা মুছে না গিয়ে আবারও নেটপাড়ায় শুরু হল ‘কার কাছে কই মনের কথা’-এর দৃশ্যের মহড়া। মা ও ছেলে একসাথে ডাবল বেডে ঘুমানোর পর, সিরিজে দেখানো হয়েছে তার স্বামী পরাগ শিমুলের সাথে শারীরিক সম্পর্ক গড়ার চেষ্টা করছে। এবার এই দৃশ্য দেখে হতবাক দর্শকদের একাংশ।
‘কার কাছে কই মনের কথা’র সর্বশেষ পর্বে দেখানো হয়েছে, শিমুল ফুলশয্যার রাত নষ্ট করার প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। একদিকে, পরাগ শিমূলের অপেক্ষা করে। কিন্তু শিমুল স্বেচ্ছায় স্বামীর প্রত্যাশার সীমানা পেরিয়ে ঘরে প্রবেশ করে। তারপর বলে,কাল তোমার মা যেমন আমাদের ফুলশয্যার রাতটা নষ্ট করেছিলেন, আজ আমি তেমন তোমার অপেক্ষার রাতটা নষ্ট করে দিলাম’।
স্ত্রীর কাছ থেকে বিষয়টি জানার পর পরাগ শিমুলের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে। স্বামীর কৃতিত্ব দেখে শিমুল প্রতিবাদ করেন। তিনি পরাগকে জিজ্ঞাসা করলেন, আগেরদিন রাতে তাঁর পুরুষ সিংহ রূপ আর এই তৃষ্ণা কোথায় ছিল?
শিমুল মুখে পরাগকে বলে: ‘মন ছাড়া কারোর শরীর পাওয়া যায় না। আর তুমি যে অসভ্যতা করে চলেছ এরপর আস্তে আস্তে আমার মনটাই মরে গিয়েছে। এরপর তুমি না পাবে আমার মন, আর না পাবে শরীর’।
‘মা ও ছেলের ফুলশয্যা’র দৃশ্যের সুতো না ভেঙে শিমুলের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলার পরাগের প্রচেষ্টাকে অনেকেই অস্বীকার করেছেন। দর্শকদের একাংশ দাবি করেছিল ধারাবাহিকের নাম পরিবর্তন করে ‘কার কাছে কই নষ্টামির কথা’ ।