‘জওয়ান’র নতুন অ্যাকশন রূপে অভিনেত্রী নয়নতারা, দর্শকরা করলেন প্রশংসা
শরীরে বুলেটপ্রুফ জ্যাকেট, চোখে সানগ্লাস, অস্ত্র হাতে পুরোপুরি অ্যাকশন মুডি হাজির হলেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। অবশ্য এর আগে ‘জওয়ান’ সিনেমার ‘প্রিভিউ’ নাড়া দিয়ে গেছে দর্শকদের। সেখানে শাহরুখ খানের বেশ কয়েকটি লুক রীতিমত প্রসংশা কুড়িয়েছে। প্রথম ঝলকে নজর কেড়েছেন নয়নতারাও।
সোমবার (১৭ জুলাই) নয়নতারার পোস্টারটিও বেশ চর্চায় আসে। পোস্টারে নয়নতারাকে পুলিশের ভূমিকায় অ্যাকশন মুডে দেখা গেছে।
‘জওয়ান’ তারকা শাহরুখ খান টুইটারে পোস্টারটি শেয়ার করে লিখেছেন, তিনি সেই বজ্র, যা ঝড়ের আগে আসে! ৭ সেপ্টেম্বর হিন্দি, তামিল এবং তেলুগুতে বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে ‘জওয়ান’।
প্রথমবারের মতো অ্যাটলির পরিচালনায় অভিনয় করেছেন শাহরুখ। তিনিই জওয়ানে প্রধান ভূমিকায় অভিনয় করছেন। আরও রয়েছেন বিজয় সেতুপাতি, সানায়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার। ৭ সেপ্টেম্বর পর্দায় ঝড় তুলবে সিনেমাটি।