বিনোদন

ঘনিষ্ঠ বন্ধুর জন্য গান করলেন শাহরুখ কন্যা সুহানা, নেটদুনিয়ায় ভাইরাল ভিডিও

বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানের একমাত্র কন্যা সুহানা খান বলিউডে এখনো পর্যন্ত পা রাখেননি আর তাতেই জনপ্রিয় হয়ে উঠেছে। দিন বাড়ছে তার ভক্তের সংখ্যা। প্রায়ই ইনস্টাগ্রামে ও সোশ্যাল মিডিয়ায় ছবি ও ভিডিও শেয়ার করে ভক্তদের নজর করেন সুহানা। কিন্তু এবার তাকে যেন দেখা গেলো একটু অন্যভাবে।

সম্প্রতি সুহানার আর একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল হচ্ছে। সেখানে তাকে তার বন্ধুদের সঙ্গে মজা করতে দেখা যাচ্ছে। এই ভিডিওতে সুহানাকে তার ঘনিষ্ঠ বন্ধু অনন্যা পাণ্ডের জন্য ধীমে-ধীমে গানটা গাইতে দেখা যায়।এই ভিডিও-তে সুহানার স্টাইল ও ভঙ্গিমা দেখে মেতে উঠেছে নেট বিশ্ব। সেই সঙ্গে আছে তার ভক্তদের অজস্র প্রশংসার মন্তব্য। সুহানার এই ভিডিও তার বন্ধু অনন্যার জন্মদিনে শেয়ার করেন, কিন্তু এখনও পর্যন্ত এই ভিডিও বারংবার দেখা হচ্ছে।

প্রসঙ্গত, নিউইয়র্কে নিজের লেখাপড়া চালিয়ে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ কন্যা সুহানা খান, তবে বর্তমানে করোনা ভাইরাসের কারণে লকডাউন শুরু হওয়ায় সুহানা গৃহবন্দী হয়ে রয়েছেন। বাড়িতেই যেন মা বাবা আর ভাইয়ের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। আর সেখান থেকে প্রায়ই ছবি ও ভিডিও শেয়ার করতে দেখা যায় সুহানাকে।

Back to top button