গান গাইতে গিয়ে মঞ্চে অসুস্থ হয়ে পড়েন ব্ল্যাকপিঙ্কের জেনি
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কে-পপ ব্যান্ড ‘ব্ল্যাকপিঙ্ক’ সম্প্রতি অস্ট্রেলিয়ার মেলবোর্নে পারফর্ম করতে গিয়েছিল। সেখানে মঞ্চে গান গাইতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন ব্যান্ডের অন্যতম সদস্য জেনি। ‘লাভসিক গার্লস’ গানটি গাইতে গাইতেই স্টেজ থেকে বেরিয়ে যান জনপ্রিয় এই সংগীতশিল্পী।
জেনির এমন কাণ্ডে অবাক হয়ে গিয়েছিলেন দর্শকেরা। তবে এ সময় জিসো, লিসা এবং রোজে পারফর্ম করতে থাকেন। নিজেদের সেরাটা দিয়ে দর্শকদের মাতিয়ে রাখেন তারা।
পরবর্তীতে ব্ল্যাকপিঙ্কের রিপ্রেজেন্টেটিভ এজেন্সি ওয়াইজি এন্টারটেইমেন্টের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়, ‘১১ জুন ব্ল্যাকপিঙ্ক ওয়ার্ল্ড ট্যুরের একটি শো মেলবোর্নে ছিল। জেনি নিজের পারফরম্যান্স সম্পূর্ণ করতে পারেননি। ওর শারীরিক পরিস্থিতি অত্যন্ত খারাপ। সেই কারণেই ওকে বেরিয়ে আসতে হয়।’
ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমরা ব্ল্যাকপিঙ্কের ফ্যানদের কাছে ক্ষমাপ্রার্থী। যারা শোতে এসেছিলেন তাদের সকলের কাছেই ক্ষমা চেয়ে নেওয়া হচ্ছে। তবে দয়া করে আমাদের পাশে থাকবেন। আশা করব, আপনারা আমাদের পরিস্থিতিটা বোঝার চেষ্টা করবেন।’
শোয়ের শেষ পর্যন্ত থাকতে পারছেন না বলে আক্ষেপ প্রকাশ করেছেন জেনিও। ওয়াইজি এন্টারটেইমেন্টের মাধ্যমে বার্তা দেন তিনি। ওই বিবৃতিতে লেখা হয়, ‘ফ্যানদের সঙ্গে আর কিছুটা সময় কাটাতে পারলেন না বলে জেনির বেশ কষ্ট হয়েছে। তবে খুব দ্রুত সেরে উঠবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি।’
২০২০ সালে ব্ল্যাকপিঙ্কের শেষ ওয়ার্ল্ড ট্যুর হয়েছিল। সেই সময়ও আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন জেনি। তবে তার ঠিক কী হয়েছে বলতে চাননি তিনি। রোলিং স্টোনকে জেনি বলেছিলেন, ‘আমার ঠিক কী হয়েছে সেটা বলতে চাই না। তাই সবটা বলব না।’
প্রসঙ্গত, আগামী ১৬ এবং ১৭ জুন সিডনির কুদস ব্যাঙ্ক এরিনায় পারফর্ম করার কথা ব্ল্যাকপিঙ্কের। অসুস্থতার কারণে ওইদিন শোতে উপস্থিত থাকতে পারছেন না জেনি। তবে ব্যান্ডের অন্য সদস্য জিসো, লিসা এবং রোজেরা যথারীতি কনসার্ট মাতাবেন বলে জানা গেছে।