ক্যাটরিনার অভিনয়ে মুগ্ধ হয়ে যা বললেন অভিনেতা অক্ষয় কুমার

বলিউডের জনপ্রিয় চার তারকা অক্ষয় কুমার, অজয় দেবগন, রণবীর সিং ও ক্যাটরিনা কাইফ অভিনীত ছবি ‘সূর্যবংশী’ আগামী ২৪মার্চ মুক্তি পেতে চলেছে।তবে ২মার্চ রোহিত শেঠীর এই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে।৪ মিনিট ১৫ সেকেন্ডের ভিডিওতে বোঝা গেলো গেলে পাকিস্তান থেকে আসা ৬০০ কেজি আরডিএক্স কোথায় লুকনো রয়েছে, তা খুঁজে বের করার এক মিশন চলবে ছবিতে। সেই সঙ্গে মুম্বাইয়ের মানুষের জীবনও বাঁচাতে হবে। সেই দায়িত্বই এবার নিয়েছেন ভীর সূর্যবংশী নামে এক দাপুটে অফিসার।
তবে সোমবার ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এসে ক্যাটরিনার অভিনয়ে মুগ্ধ হয়ে অক্ষয় জানান, এই ছবির পর থেকে ক্যাটরিনার ভক্ত হয়ে গিয়েছেন তিনি । এই ছবির একটি দৃশ্যে নায়িকা ক্যাটরিনা এতো সুন্দর ভাবে অভিনয় করেছে যে আমি ওই ভক্ত হয়ে গেছি।তবে তিনি শুধু অভিনয়ের কোথায় নয়, সৌন্দর্যের কোথাও বলেছেন।
অক্ষয় জানান, এর আগে ক্যাটরিনার সৌন্দর্যের ভক্ত ছিলাম। তবে এই ছবির পর ওর অভিনয় দক্ষতা আমাকে মুগ্ধ করেছে।যখন ক্যাটরিনা কাজ করতে এসেছিলো তখন একফোঁটাও হিন্দি জানতো না।আর এখন বড় তারকাদের সঙ্গে একের পর ছবিতে অভিনয় করে বাজিমাত করছেন।