বিনোদন

কোয়ারেন্টাইনে রয়েছেন ইরফান খানের নায়িকা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাধিকা মদন। সারা ভারত জুড়ে যখন চলছে লকডাউন সেই সময় মধ্যে দিল্লি থেকে মুম্বাইতে ফিরেছেন ইরফান খানের আংরেজি মিডিয়াম সিনেমার নায়িকা রাধিকা মদন। মুম্বাইতে এসে নিজের বাড়িতেই কোয়ারেন্টাইনে আছেন রাধিকা।

তবে জানা গিয়েছে, সাদা জামা, পাজামায় মুম্বাই বিমানবন্দরে নামতে দেখা যায় বলিউড অভিনেত্রী রাধিকা মদনকে । এমনকি মুখে মাস্ক, হাতে গ্লাভসের সঙ্গে ফেস শিল্ড দিয়ে মুখ ঢেকে তবেই দিল্লি থেকে মুম্বইতে আসেন অভিনেত্রী রাধিকা।

অভিনেত্রী রাধিকা বলেন যে, এই মুহূর্তে তিনি বেশ ভালোই আছেন। আর তার ইচ্ছা এই লকডাউনের সময় যাতে তিনি তার পরিবারের সঙ্গে সময় কাটাতে পারে তার জন্য তাড়াতাড়ি করে তিনি দিল্লি থেকে মুম্বাইতে চলে এলেন । শুধু তাই নয়, রাধিকা এও জানান যে, ১৪ দিন পর নিজেকে গৃহবন্দি দশা থেকে মুক্ত করবেন তিনি।

Back to top button