বিনোদন

করোনায় আক্রান্ত হয়ে মনের দুঃখে যা বললেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী

‘ইয়ে রিশতা কেয়া ক্যাহলাতা হ্যায়’ অভিনেত্রী মোহেনা কুমারী সিং নিজেই ইনস্টাগ্রামে পোস্ট যে, তিনি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এমনকি সেই সঙ্গে মোহেনা কুমারী লিখেছেন, ‘কিছুতেই আমি ঘুমাতে পারছি না। প্রথম কয়েকটা দিন খুবই চিন্তার ছিল । কারণ বাড়িতে ছোট ও বয়স্করা রয়েছেন। আমি প্রার্থনা করছি সব যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। কাউকে কোনো দোষ দেয়ার নেই।’ তবে তিনি একাই নন, তার সঙ্গে তার শশুর-শ্বাশুড়ি ও স্বামী হাসপাতালে ভর্তি রয়েছেন।

তবে বর্তমানে অভিনেত্রী মোহেনা ঋষিকেশ হাসপাতালে ভর্তি হয়ে করোনার সঙ্গে লড়াই করছেন। আর সেখান থেকেই একের পর এক পোস্ট করে তিনি জানাচ্ছেন সেখানে তার একেকটা দিন একেকটা মুহূর্ত কেমন কাটছে। মোহেনার যাতে খুব শীঘ্রই সুস্থ হয়ে যায় তা কামনা করে তার সহকর্মীরা তাকে শুভেচ্ছা পাঠিয়েছেন।

মনের দুঃখে অভিনেত্রী মোহেনা জানিয়েছেন, ‘শুধু যে শারীরিক কষ্ট তা নয়, মানসিক ভাবেও বিষণ কষ্ট হচ্ছিলো। প্রথমে আমার শাশুড়ি হঠাৎ করে বলেন আমার শরীর ভালো লাগছে না। আর তার পরদিন থেকেই আমার শরীর খারাপ লাগতে শুরু করে।শরীরে অসম্ভব ব্যথা হচ্ছিল। প্রথমে ভেবেছিলাম ওয়েদারের জন্য। পরে টেস্ট করলে করোনা পজেটিভ আসে। মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম। এখন আপাতত সবাই কোয়ারানটিনে রয়েছি।’

Back to top button