বিনোদন

কফিতে গাঁজা মিশিয়ে খাচ্ছেন সালমান-সোনাম! ভাইরাল ভিডিও

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই রিয়া চক্রবর্তীর নাম উঠেছে। কিন্তু অবশেষে সুশান্তকে মাদক দেওয়া নিয়ে গ্রেপ্তার হন রিয়া।রিয়া গ্রেপ্তার হওয়ার পর এবার ফেঁসে যাচ্ছেন বলিউড ইন্ডাস্ট্রির বড় বড় তারকারা। তারা নাকি মাদকচক্রে জড়িত।

আর এবার নাম উঠলো সালমান খান ও সোনাম কাপুরের। এই দুই তারকা নাকি মাদক, গাজা ও মদ সব কিছুর সঙ্গেই জড়িত।সম্প্রতি সালমান ও সোনামের একটি পুরোনো ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, ‘প্রেম রতন ধন পায়ো’ সিনেমার প্রচারে বসে সালমান ও সোনাম একই কফি মগে কফি চুমুক দিচ্ছেন। সেই ভিডিও এখন নেটদুনিয়ায় রীতিমত ভাইরাল।

এই ভিডিও দেখার পর নেটিজেনদের একাংশই মন্তব্য করেন, ‘সালমান ও সোনাম কফির মধ্যে গাজা কিংবা কোনও মাদক মিশিয়ে খাচ্ছেন।’ আবার অনেকে বলছেন, ‘কফির বাহানা দিয়ে মাদক পান করছেন।’ এমনকি ফিল্ম টেকশিয়ানের কথা অনুযায়ী, বলিউড ইন্ডাস্ট্রির একাধিক তারকা নাকি মাদক বা গাজা পান না করে নাকি শুটিং করতেই পারেন না।

Back to top button