বিনোদন

কঙ্গনার পর এবার রবি কিষাণকে একহাত নিলেন জয়া বচ্চন

সোমবার বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতকে একহাত নিয়েছিলেন জয়া বচ্চন। আর এবার একহাত নিলেন বিজেপির এমপি ও অভিনেতা রবি কিষানকে। কারণ রবি কিষান বলেছিলেন, ‘বলিউড ইন্ডাস্ট্রিতেও মাদকাসক্তি রয়েছে।এমনকি এই নিয়ে অনেককে ধরা হয়েছে।ওই তারকাদের ধরে খুব ভালো করেছে NCB। তারকাদের বিরুদ্ধে দ্রুত ব্যাবস্থা নিতে বলবো সরকারকে।’

এতেই বেজায় চোটে যান জয়া বচ্চন। তিনি রবি কিষানকে এক হাত নিয়ে বলেন, ‘মাত্র কয়েকজন তারকার জন্য কখনোই পুরো বলিউডকে কাঠগড়ায় দাঁড় করানো উচিত নয়। আপনি ভুল করছেন।আমি লজ্জিত গতকাল আমাদের লোকসভায় এক ব্যক্তি, যে কিনা এই বলিউড ইন্ডাস্ট্রির একজন ছিলেন। আর সেই ব্যক্তি এখন বলিউড ইন্ডাস্ট্রি নিয়ে বাজে মন্তব্য করছে।’

এর আগে কঙ্গনাকে উল্লেখ করে জয়া বচ্চন বলেছেন, ‘যে মানুষটি বলিউড ইন্ডাস্ট্রিতে এসে নাম কামিয়েছে, সেই এখন বলিউড ইন্ডাস্ট্রিকে নিয়ে আজে বাজে মন্তব্য করছে। সে বলেছে বলিউড ইন্ডাস্ট্রি নাকি ‘নর্দমা’-য় পরিণত হয়েছে। যে এমন কথা বলেছে সরকার তার ব্যাবস্থা নেবে বলে আশা করছি।’

Back to top button