বিনোদন

এবার বলিউডে পর্দা কাঁপতে আসছেন অভিষেক বচ্চনের সাথে টিভি সিরিয়ালের রাসমণি….

এবার বলিউডে দেখা যাবে টিভি সিরিয়ালের রাসমনিকে। দিয়া অন্নপূর্ণা ঘোষের পরিচালিত ‘বব বিশ্বাস’ সিনেমাতে দেখা যাবে দিতিপ্রিয়াকে। কিছুদিন আগে কলকাতায় ‘বব বিশ্বাস’ সিনেমার শুটিংয়ে হাওড়া ব্রিজ থেকে রাইটার্স বিল্ডিং, এছাড়াও কলকাতার আরও নানান অংশে শুটিং করেছেন দিতিপ্রিয়া।এই ছবির জন্য তাকে রানী রাসমনির সাদা শাড়ি ছেড়ে মিনি স্কার্ট ও টপ পড়তে হচ্ছে, চুলও হাইলাইট করেছেন তিনি।সেই সিনেমায় দিতিপ্রিয়াকে অভিষেক বচ্চনের সাথে মেয়ে বন্ধুর চরিত্রে দেখা যাবে।

সিনেমার জন্য তিনি কিছুটা সময় অভিষেক বচ্চনের সাথেও কাটিয়েছেন, বলে জানাচ্ছেন দিতিপ্রিয়া।এছাড়াও তিনি বাংলা সিনেমা ‘;অভিযাত্রিক’ ছবিতে অপুর স্ত্রীর চরিত্রে দেখা যাবে।তবে এর পাশাপাশি তিনি ‘সোনার সংসার’- এর জন্যও তিনি তৈরী হচ্ছেন।

Back to top button