এই প্রথম একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন বরুন-কিয়ারা!
‘কলঙ্ক’ সিনেমার একটি গানে জুটি বেঁধে নাচ করতে দেখা গিয়েছিলো বলিউডের জনপ্রিয় অভিনেতা বরুন ধাওয়ান ও অভিনেত্রী কিয়ারা আদভানিকে। তবে এবার নতুন গুঞ্জন শোনা যাচ্ছে একসঙ্গে নাকি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করতে চলেছেন বরুন-কিয়ারা। করন জোহোহের ধর্ম প্রোডাকশন থেকে একটি ছবিতে নাকি দেখা যাবে বরুন-কিয়ারাকে।
এই গুঞ্জন এবার উস্কে দিলেন বলিউডের বাজার বিশ্লেষক সোহেল খান। তিনি একটি টুইটারে জানিয়েছিলেন, ‘করন জোহরের ধর্ম প্রোডাকশন থেকে একটি ছবিতে অভিনয় করতে দেখা যাবে বরুন-কিয়ারাকে। যশরাজ ফিল্মসের মতো ধর্ম প্রোডাকশন চলতি বছরে বিগ বাজেটে অনেক ছবির কাজ শুরু করবে ।’
তিনি আরো জানিয়েছেন, ‘যেখানে রণবীর সিং-শহীদ কাপুরের মতো নামি তারকারা অভিনয় করবেন। আর তার একটি ছবিতে এবার কাজ করবেন বরুন ধাওয়ান। তবে সেই ছবির নাম ঠিক না হতেই নায়িকা হিসেবে কিয়ারা আদভানিকে বেছে নেওয়া হয়েছে ।’