বিনোদন

এই প্রজন্মের কোন অভিনেত্রীকে ফুল মার্কস দিতে চান? উত্তরে যা বললেন মাধুরী দীক্ষিত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত। হাসি ও নাচের জাদুতে দর্শকদের নজর কেঁড়েছেন তিনি। এখনো যেন এই অভিনেত্রীর ভক্তের সংখ্যা প্রচুর। তবে সম্প্রতি একটি লাইভ শো-তে ভক্তদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন মাধুরী । সেখানে এক ভক্ত অভিনেত্রী মাধুরীকে প্রশ্ন করেন, এই প্রজন্মের কোন অভিনেত্রীকে ফুল মার্কস দিতে চান? জানেন কি উত্তরে কার নাম বললেন মাধুরী? মাধুরী দীক্ষিত বলেন, দীপিকা পাড়ুকোনকে।

তারপর মাধুরীকে আবার প্রশ্ন করা হয়, দীপিকা পাড়ুকোনকে কেন? তখন মাধুরী জানান, ‘দীপিকা যে চরিত্রে অভিনয় করে সেই চরিত্রের ভেতরে সে একেবারে ঢুকে যায়। এর পাশাপাশি সম্প্রতি যে চরিত্রগুলোতে দীপিকা অভিনয় করেছে সেগুলি সবই ‘লার্জার দ্যান লাইফ’ ছবি। প্রতিটি চরিত্রই তার জন্য কঠিন চ্যালেঞ্জ। সে সেসব চ্যালেঞ্জে জয়ী হয়েছে।’

এমনকি শুধু তাই নয়, তিনি এটাও জানান, দীপিকাও মাধুরীর ফ্যান। দীপিকা বেশ শ্রদ্ধা করেন মাধুরী দীক্ষিতকে। প্রসঙ্গত, শাহরুখের বিপরীতে ‘ওম শান্তি ওম’ সিনেমা করে বলিউডে অভিষেক ঘটে দীপিকার। এরপর একের পর এক হিট সিনেমায় অভিনয় করে ভক্তদের নজর কেড়ে তাদের মনে জায়গা করে নেন দীপিকা।

Back to top button