বিনোদন

আসছে ‘Bigg Boss’? কে কে থাকবেন প্রতিযোগী লিস্টে, রইলো তালিকা!

বিগ বস বাংলা সিজন ৩ নিয়ে নেটমাধ্যমে জোর গুঞ্জন চলছে। এই শো-এর অফিসিয়াল ঘোষণা না হলেও, দর্শকরা নিজেদের পছন্দের প্রতিযোগীদের তালিকায় ফেলছেন।দিনকয়েক আগেই Big Boss Bangla Season 3 নিয়ে একটি পোস্ট করেন ‘The Bong Guy’ ইউটিউবার কিরণ দত্ত (Kiran Dutta)। সেখানে তিনি তার অনুরাগীদের কাছে জানতে চান, বাংলায় বিগ বস সিজন থ্রি হলে তাতে এই রাজ্য থেকে কারা যোগদান করতে পারে। ইউটিউবার ছাড়াও অন্যান্য পেশার ব্যক্তিদের নাম জানানোর জন্য বলেন তিনি। আর তারপর থেকেই একের পর এক নাম বাছাই শুরু করেছেন আমজনতা। এই মুহূর্তে ১৬ জন বিতর্কিত নামও বেছে নিয়েছেন তারা।

বিগ বস বাংলা সিজন ৩-এর সম্ভাব্য প্রতিযোগীদের তালিকায় রয়েছেন:

বাদাম কাকু ওরফে ভুবন বাদ্যকর
পাইস হোটেলের নন্দিনী গাঙ্গুলি
রোদ্দুর রায়
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
তৃণমূলের মদন মিত্র
সায়নী ঘোষ
কাঞ্চন মল্লিক
দেবাংশু Bhattacharya
নুসরত জাহান
স্যান্ডি সাহা
সুদীপা চট্টোপাধ্যায়
কিরণ দত্তের স্ত্রী অন্তরা
এই তালিকায় থাকা প্রতিযোগীদের মধ্যে কেউ কেউ বেশ বিতর্কিত ব্যক্তিত্ব। যেমন, বাদাম কাকু কাঁচা বাদাম গান গেয়ে ভাইরাল হয়েছিলেন, কিন্তু বর্তমানে তিনি সেইভাবে আর নেই। রোদ্দুর রায় তার বিকৃত রবীন্দ্র সঙ্গীতের জন্য বিখ্যাত। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিগ বসের ঘরে দেখতে চান অনেকে। তৃণমূলের মদন মিত্র, সায়নী ঘোষ এবং কাঞ্চন মল্লিকও বিগ বসের ঘরে থাকতে পারেন। দেবাংশু Bhattacharya তৃণমূলের যুব নেতা। নুসরত জাহান হিন্দি বিগ বসেও প্রতিযোগী হয়েছিলেন। স্যান্ডি সাহা একজন মডেল এবং অভিনেত্রী। সুদীপা চট্টোপাধ্যায় একজন রান্নাঘরের সঞ্চালিকা। কিরণ দত্তের স্ত্রী অন্তরা একজন ইউটিউবার।

বিগ বস বাংলা সিজন ৩ কবে শুরু হবে তা এখনও জানা নেই। তবে, এই তালিকায় থাকা প্রতিযোগীদের মধ্যে কেউ কেউ যদি এই শো-তে অংশ নেন তাহলে তা নিশ্চিতভাবেই দর্শকদের কাছে বেশ আকর্ষণীয় হবে।

Back to top button