আট বছর পর ফের পর্দায় ফিরছেন বলিউড অভিনেতা ইমরান!
১৫ বছর আগের কথা। ‘জানে তু ইয়া জানে না’ সিনেমার মাধ্যমে বলিউড পেয়েছিলো নতুন নায়ক। ছিপছিপে গড়ন আর কটা চোখের ইমরানকে পর্দায় দেখে গলেছিল বহু নারীর হৃদয়। এই ছবি মুক্তি পাওয়ার পর অনেকগুলো সিনেমায় সই করেছিলেন ইমরান। কিন্তু শিকে ছেঁড়েনি। তেমনভাবে দর্শকের মনে ধরেনি তার ছবি।
ইমরানের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি নিখিল আদিভানির ‘কাট্টি বাট্টি’। আট বছর আর পর্দায় দেখা যায়নি অভিনেতাকে। বেশ কিছু বছর বড় পর্দা থেকে দূরে ছিলেন ইমরান। শোনা যাচ্ছে, আবারও বড় পর্দায় কাজের প্রস্তুতি শুরু করে দিয়েছেন ইমরান। সমাজমাধ্যমে নায়কের কমেন্ট ঘিরে শুরু হয়ে গেছে জল্পনা।
সম্প্রতি বলিউডের প্রবীণ অভিনেত্রী জিনাত আমানকে নিয়ে আলোচনা তুঙ্গে। কয়েকদিন আগে তাকে ভিন্ন রূপে দেখা যায় একটি বিজ্ঞাপনে। যা দেখে আফসোস ইমরান ভক্তদের। জিনাতের ইনস্টাগ্রাম পোস্টে এক ইমরান-ভক্ত মন্তব্য করেন, “জিনাতজিকেও ফের ক্যামেরার সামনে দেখা গেল। ইমরানকে আবার কবে দেখা যাবে?” এই মন্তব্য চোখ এড়ায়নি নায়কের। মজার ছলে নায়ক উত্তরও দিয়েছেন!
অদিতি নামক তার ওই ভক্তকে ইমরান লেখেন, “ঠিক আছে অদিতি, যদি আমার এই কমেন্ট এক মিলিয়ন (১০ লাখ) ‘ভালবাসা’ পায় তা হলে তোমার স্বপ্ন সত্যি হবে।”
ব্যস, ইমরানের এই মন্তব্য দেখার পর থেকেই শুরু হয়েছে নানা ধরনের জল্পনা। প্রিয় নায়কের থেকে উত্তর পাওয়া মাত্র সেই ভক্ত সকলের কাছে আর্জি জানিয়েছেন যাতে ইমরানের এই শর্ত পূরণ হয়। ইতিমধ্যেই লাখের উপর ভালবাসা পেয়েছে নায়কের এই মন্তব্য। ভক্তরা সত্যিই আবারও পর্দায় নায়ককে দেখতে চান। ইন্ডাস্ট্রিতে তার অবশ্য আরও একটি পরিচয় আছে। তিনি অভিনেতা আমির খানের ভাগ্নে। তার প্রথম ছবি প্রযোজনাও করেছিলেন আমির।